এসএসসি ও সমমানের পরীক্ষা ৩০ এপ্রিল থেকে

SSC exams result 2018 published on May 06
এসএসসি পরীক্ষার্থী। ছবি: ফাইল ফটো

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৩০ এপ্রিল থেকে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'এ বছর সব বিষয়ে পূর্ণ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে তা হবে সংশোধিত সিলেবাসে।'

আজ সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

Comments

The Daily Star  | English

US conducting military strikes against Venezuela: US media

*Explosions heard in Venezuela's capital*Maduro declares state of emergency

1h ago