২৬ এপ্রিল থেকে ২৩ মে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে: দীপু মনি

এসএসসি, কোচিং সেন্টার, দীপু মনি,
শিক্ষামন্ত্রী দীপু মনি। ফাইল ছবি

এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আগামী ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

আজ মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা বলেন।

আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

Comments

The Daily Star  | English

‘This fire wasn’t an accident’: Small business owner’s big dreams destroyed

Once a garment worker, now an entrepreneur, Beauty had an export order ready

5h ago