ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞানের পরীক্ষা চলছে, প্রতি আসনে প্রার্থী ৪২

ঢাকা বিশ্ববিদ্যালয়, ভর্তি পরীক্ষা, এমসিকিউ,
সকাল থেকে ভর্তি পরীক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা চলছে। সকাল ১১টায় পরীক্ষা শুরু হয় এবং চলবে সাড়ে ১২টা পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ২২ হাজার ৮৪৮ জন প্রার্থী আবেদন করেছেন। প্রতি আসনে প্রার্থী ৪২ জন করে।

সকাল ১১টায় ঢাকাসহ ৭টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মাল্টিপল চয়েস প্রশ্নের (এমসিকিউ) জন্য ৬০ এবং লিখিত অংশের জন্য ৪০ নম্বর থাকবে।

বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ মে এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ মে অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English
Bangladesh's remittance earning in 2025

Highest ever remittance came in 2025

Migrants sent home $32.8 billion in the just-concluded year

1h ago