এসএসসি পরীক্ষা

রাজশাহী বোর্ডের ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্নে একই প্যারাগ্রাফ

রাজশাহী বোর্ডের এসএসসির ইংরেজি প্রথম পত্র (বামে) ও দ্বিতীয় পত্র (ডানে) উভয় পরীক্ষায় 'আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ' শিরোনামে প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

চলমান এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্নপত্রে একই রকম একটি প্রশ্ন থাকায় বিতর্ক তৈরি হয়েছে।

গত বুধবার ইংরেজি প্রথম পত্র ও আজ রোববার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। উভয় পরীক্ষায় 'আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ' শিরোনামে একটি প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়।  

প্রথম পত্রের ১৪ নম্বরের ওই প্রশ্নের উত্তর লিখতে ৭টি নির্দিষ্ট প্রশ্ন জুড়ে দেওয়া হয়। আর দ্বিতীয় পত্রের একই প্যারাগ্রাফের নম্বর ছিল ১৫ এবং এর সঙ্গে আলাদা কোনো প্রশ্ন জুড়ে দেওয়া হয়নি।

বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করছেন এবং এ ক্ষেত্রে কর্তৃপক্ষের দায়িত্বহীনতাকে দায়ী করছেন। দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে শিক্ষাবিদরাও বিষয়টিকে 'দায়িত্বহীনতা' বলে উল্লেখ করেছেন এবং এর তদন্ত করে দায়ীদের শাস্তি দাবি করেছেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তানবিরুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটি একটি গুরুতর ভুল। এটিকে হালকাভাবে নেওয়া উচিত নয়, কারণ শিক্ষার্থীরা এটা দেখে হতাশায় পড়তে পারে।'

জানতে চাইলে রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'এই প্রশ্ন আমাদের বোর্ডের কারও করা নয়। কে কোন বোর্ডের প্রশ্ন করবে তা পরীক্ষার আগে আন্তঃবোর্ড সভায় লটারির মাধ্যমে বেছে নেওয়া হয়েছিল।'

তিনি আরও বলেন, 'দুটো প্রশ্নপত্র আলাদা আলাদা বোর্ড থেকে এসেছে। পরীক্ষার হলে বিতরণের আগে তা দেখার উপায় ছিল না। প্রশ্নপত্রের মূলকপি ট্রেজারি সংরক্ষিত আছে। পরীক্ষা শেষে জানা যাবে এটি কোন কোন বোর্ডের করা প্রশ্ন ছিল।'

Comments

The Daily Star  | English

DMCH to resume bone marrow transplants in weeks after BMT unit reopens

Health Adviser Nurjahan Begum inaugurated the upgraded unit, designed to offer low-cost transplant services

30m ago