সাত কলেজের জন্য হচ্ছে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’

ঢাকার সাত কলেজের জন্য স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয়ের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

নতুন বিশ্ববিদ্যালয়টির নাম হতে পারে 'জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়'।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফয়েজ এবং আরও দুই কমিশন সদস্য আজ বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে নতুন বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করেছেন। এসময় তারা নতুন নাম নিয়েও আলোচনা করেন।

জানতে চাইলে অধ্যাপক ফয়েজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা এখনো বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ও কাঠামো নিয়ে কাজ করছি। যেমন, একটা কাঠামোতে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে দেশের সবগুলো কলেজ আছে, আবার অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এতদিন কিছু কলেজ ছিল। আমরা এসব কাঠামো নিয়ে কাজ করছি।'

'আমরা সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এর বাইরেও নতুন মডেল বিবেচনা করছি,' বলেন তিনি।

'জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়' নামকরণের যুক্তি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'জুলাই বিদ্রোহে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিভিন্ন গ্রাফিতিতে তারা এটাকে "জুলাই ৩৬" হিসেবে উল্লেখ করেছিল। বিদ্রোহের প্রতিফলন, তাদের আত্মত্যাগ স্মরণ এবং তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ, আমরা বিশ্বাস করি তাদের প্রচেষ্টাকে সম্মান জানাতে এই নামটি উপযুক্ত হবে।'

অধ্যাপক ফয়েজ আরও বলেন, 'আমরা "৩৬ জুলাই" সহ আরও বেশ কিছু নাম প্রস্তাব করেছি। জুলাই মাসে শিক্ষার্থীরা অনেক কিছু করেছে, এবং আমরা বিশ্বাস করি এই স্বীকৃতি তাদের জন্য উৎসর্গ করা উচিত।'

ঢাকার সরকারি এই সাত কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। 

কলেজগুলো গত সাত বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত সোমবার ঢাবি উপাচার্য সাত কলেজকে আলাদা করার ঘোষণা দেন।

এরপর স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় কাঠামোর জন্য সাত কলেজের শিক্ষার্থীরা সরকারকে ১৫ দিনের আলটিমেটাম দেন।

Comments

The Daily Star  | English
Cops sue 3,500 unidentified people over Rajbari shrine attack

Cops sue 3,500 unidentified people over Rajbari shrine attack

The case was filed early today bringing allegations of attacking police, obstructing govt duty, vandalising government property, and arson

1h ago