বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্ষমতা বাড়াতে প্রথমবারের মতো ইউজিসির প্রশিক্ষণ

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি ও যুগোপযোগী শিক্ষার মানোন্নয়নে প্রথমবারের মতো ৪ মাসের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

আজ সোমবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। 

এ প্রশিক্ষণে ৪০ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৩০ প্রভাষক ও ৩০ সহকারী অধ্যাপক অংশ নিচ্ছেন। 

ইউজিসির পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) ড. শামসুল আরেফিনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউজিসি বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় ধারবাহিকভাবে এই প্রশিক্ষণ দেওয়া হবে। চার মাসব্যাপী বুনিয়াদি এই প্রশিক্ষণের জন্য ইউজিসি একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে। 

মডিউলে উচ্চশিক্ষার বিধি-বিধান, ওবিই কারিকুলাম, টিচিং-লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, অনলাইন টিচিং-লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, কারিকুলাম ডেভেলপমেন্ট, কোয়ালিটি অ্যাসিউরেন্স, গবেষণা দক্ষতা, কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভান্সড ডিজিটাল লিটারেসি, প্রশাসন ও কৌশলগত ব্যবস্থাপনাসহ মোট ১০টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। তিনি বলেন, 'শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও চাহিদা অনুধাবন করতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আরও বেশি করে শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত হতে হবে। শিক্ষার্থীদের জন্যই বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে বলেই আমরা শিক্ষক।' 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সময়োপযোগী প্রশিক্ষণ আয়োজন এবং তাদের জন্য একটি আদর্শ ট্রেনিং সেন্টার গড়ে তোলার কাজ চলছে বলে তিনি জানান। 

ইউজিসি সদস্য মোহাম্মদ তানজীমউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং বাউবি উপাচার্য প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম বক্তব্য দেন।

তানজীমউদ্দিন খান বলেন, 'ছাত্র-শিক্ষক সম্পর্কোন্নয়ন, আত্ম-উন্নয়ন এবং আত্ম-বিশ্লেষণের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ খুবই প্রয়োজন। এই প্রশিক্ষণ শিক্ষকদের চিন্তায় পরিবর্তন, পেশাগত উন্নয়নে নেটওয়ার্ক তৈরি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণার বিষয়বস্তু জানতে সহায়ত হবে।' 

প্রফেসর আনোয়ার হোসেন শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কর্মপোযোগী মানবসম্পদ হিসেবে তৈরি করার ক্ষেত্রে কতটুকু কার্যকর তবে তা খতিয়ে দেখা দরকার বলে উল্লেখ করেন।

প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেন, 'বিশেষ দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় কেউ আসেন না। প্রশিক্ষণের মাধ্যমে এটি অর্জন করতে হয়। এতদিন এই চাহিদা অপূর্ণ ছিল।'

বাউবি উপাচার্য প্রফেসর ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণসহ শিক্ষার বিভিন্ন স্তরের প্রশিক্ষণ কর্মসূচি যথাযথভাবে মূল্যায়ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেন।

উদ্বোধন অনুষ্ঠানে বাউবি উপ-উপাচার্য প্রফেসর ড. সাঈদ ফেরদৌস ও প্রফেসর ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, বিশ্ব ব্যাংকের টাস্ক টিম লিডার টিএম আসাদুজ্জামান, হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago