বাংলাদেশিদের জন্য বিশেষ বৃত্তির প্রস্তাব ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াকের

ছবি: সংগৃহীত

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির প্রস্তাব দিয়েছে ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াক (ইউনিমাস)।

ইউনিমাস উপাচার্য অধ্যাপক আহমদ হাতা বিন রাসিত মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানের সঙ্গে মতবিনিময়কালে বলেন, বাংলাদেশ থেকে আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টি বিশেষ বৃত্তি প্রদানের বিষয়টি বিবেচনা করবে।

শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ইউনিমাস আয়োজিত এক ইন্টারেক্টিভ সেশনে অংশ নেন শামীম আহসান।

উপাচার্য অধ্যাপক আহমদ হাতা বিন রাসিত ইউনিমাসে মেধাবী শিক্ষার্থী ও শিক্ষক পাঠানোর জন্য বাংলাদেশের প্রশংসা করে বলেন, তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্রিডেনশিয়ালে মূল্যবান অবদান রাখছেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত ইউনিমাসকে তাদের মানসম্পন্ন একাডেমিক কার্যক্রমের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশি শিক্ষার্থী ও অনুষদ সদস্যদের স্বাগত জানানোর জন্য বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানান।

বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ২০০ বাংলাদেশি শিক্ষার্থী এবং কিছু শিক্ষক আছেন।

ইউনিমাস ও বাংলাদেশের অনুরূপ প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক সংযোগ কর্মসূচির আনুষ্ঠানিকতাসহ আরও সহযোগিতা সহজতর করতে বাংলাদেশ হাইকমিশন প্রস্তুত বলে জানান হাইকমিশনার।

ইউনিমাস কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রশংসা করেছে।

প্রকৃতির কোলে অবস্থিত সাশ্রয়ী মূল্যের ফি, মানসম্মত শিক্ষাব্যবস্থা এবং পরিবেশবান্ধব ক্যাম্পাসের সুযোগ নিয়ে আরও বাংলাদেশি শিক্ষার্থীকে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আহ্বান জানান শামীম আহসান।

পরে তিনি বাংলাদেশি শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং যেকোনো বিষয়ে হাইকমিশনের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

17m ago