বুয়েটে স্নাতক শ্রেণির মূল ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৮.৮৭ শতাংশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার লিখিত আকারে বুয়েট ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মডিউল-এ এবং প্রকৌশল বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ও স্থাপত্য বিভাগের জন্য মডিউল-বি—এই দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম শিফটে মডিউল-এ এর পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে। এই শিফটে 'ক' ও 'খ' গ্রুপের জন্য গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় শিফটে মডিউল 'বি' এর পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলে। এই শিফটে 'খ' গ্রুপের জন্য উন্মুক্ত পাঠ্যসূচিতে মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হয়। এর আগে বাছাই হওয়া সব সঠিক আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ২৪ হাজার ২১১ জন শিক্ষার্থী গত ২৩ জানুয়ারি তিন শিফটে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে।

প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুসারে প্রতি শিফটের প্রথম থেকে ২৫০০তম পর্যন্ত তিন শিফটে (মডিউল-এ ও মডিউল-বি) মোট সাত হাজার ৫৫২ জন শিক্ষার্থী মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়। এর মধ্যে প্রথম শিফটে দুই হাজার ৫২০ জন, দ্বিতীয় শিফটে দুই হাজার ৫১২ ও তৃতীয় শিফটে দুই হাজার ৫২০ জন নির্বাচিত হয়। নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ছেলে শিক্ষার্থী পাঁচ হাজার ৮৯১ জন এবং নারী শিক্ষার্থী এক হাজার ৬৬১ জন।

রেকর্ডসংখ্যক পরীক্ষার্থীর উপস্থিতিতে মূল ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। সাত হাজার ৫৫২ জন নির্বাচিত শিক্ষার্থীর মধ্যে সাত হাজার ৪৬৭ জন মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। অধিকাংশ হলেই শতভাগ পরীক্ষার্থী উপস্থিত ছিল।
কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদগুলোর অধীনে ১৩টি বিভাগে স্নাতক শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি (কোনো বিভাগে একটি আসনের বেশি নয়) এবং স্থাপত্য বিভাগের জন্য একটি সংরক্ষিত আসনসহ সর্বমোট এক হাজার ৩০৯ টি আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখ আগামী ৮ মার্চ।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago