বন্যা পরিস্থিতি

কারিগরি, মাদ্রাসা ও কুমিল্লা বোর্ডের ১০ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রতীকী ছবি

কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কুমিল্লা বোর্ডের আওতায় বৃহস্পতিবার অনুষ্ঠেয় উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

আজ বুধবার সংশ্লিষ্ট বোর্ড এ সংক্রান্ত নোটিশ দিয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাসরিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'কুমিল্লা বোর্ডের অধীনে বেশ কিছু জেলা ও উপজেলায় নদ-নদীতে অব্যাহতভাবে পানি বৃদ্ধি পাচ্ছে এবং বাঁধ ভেঙে যাওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।'

ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুটি উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। অধিকাংশ রাস্তা তিন থেকে চার ফুট পানির নিচে তলিয়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এই অবস্থায় কুমিল্লা শিক্ষা বোর্ডের আগামী ১০ জুলাই অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত করা হলো। অন্য আটটি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে, উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ জুলাই অনুষ্ঠেয় আলিম ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা স্থগিত করা হলেও অন্যান্য বিষয়ের পরীক্ষা সময়সূচি অপরিবর্তিত থাকবে। স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি (ভোকেশনাল) ও (বিএমটি) এর পাশাপাশি ১০ জুলাই অনুষ্ঠেয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, ডিপ্লোমা ইন কৃষি, ডিপ্লোমা ইন টেক্সটাইল, সার্টিফিকেট ইন মেরিন ট্রেড পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার সূচি পরবর্তীতে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অন্যান্য দিনের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

Tribunal sends 15 army officers to jail

Chief prosecutor says government and jail authorities will decide where to house the accused

3h ago