মধ্যরাতে ঢাবি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

নিউ মার্কেট সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে জানান ঢাবি শিক্ষার্থীরা। পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) জাহাঙ্গীর আলম বলেন, 'ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সম্ভবত শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের দোকানগুলো সরিয়ে সেখানে চায়ের দোকান বসানোর চেষ্টা করছিলেন। এ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়।'
তিনি আরও বলেন, 'রাতে পর্যাপ্ত পুলিশ না থাকায় অতিরিক্ত ফোর্স ডাকা হয়। আড়াইটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'
বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে এসি জাহাঙ্গীর আলম বলেন, 'বিস্ফোরণটি ককটেলের কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সম্ভবত পটকা জাতীয় কিছু ছিল।'
ঘটনার পর শাহনেওয়াজ ছাত্রাবাসের শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় তারা স্লোগান দেন— 'আমার হলে ককটেল, প্রশাসনের নাকে তেল।'
প্রক্টর ও ডাকসু নেতাদের সঙ্গে সোমবার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে, এমন আশ্বাস পাওয়ার পর ভোর ৫টার দিকে শিক্ষার্থীরা তাদের ছাত্রাবাসে ফিরে যান।
পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে উপস্থিত এই প্রতিবেদক দেখেন, একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক ইটের আঘাতে আহত হন। তাকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
Comments