ঢাকায় সমাবেশে যোগ দিতে ট্রেনের ৩৭টি বগি চেয়েছে চট্টগ্রাম ছাত্রলীগ

আগামী ১ সেপ্টেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে যোগ দিতে রেলের ৩৭টি বগি বরাদ্দ চেয়েছে সংগঠনটির চট্টগ্রামের ১২টি ইউনিট।

রেলও‌য়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (পূর্ব) আকতার কামাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'সমাবেশে যাওয়ার জন্য ছাত্রলীগ চট্টগ্রামের ১২টি ইউনিটের পক্ষ থেকে ৩৭টি বগি চেয়ে আমাদের কাছে আবেদন করেছে সংগঠনটির নেতারা। নিয়ম অনুযায়ী আমরা তাদের জন্য বগি বরাদ্দের ব্যবস্থা করব।'

চিফ কমার্শিয়াল ম্যানেজার (‌সি‌সিএম) মোহাম্মদ নাজমুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ছাত্রলীগের নেতাকর্মীরা বগি বরাদ্দ চেয়ে আবেদন করেছেন। অপারেটিং বিভাগ থেকে বগি সংযোজন করা হলে আমরা যাত্রীদের জন্য টিকিটের ব্যবস্থা করব।'

আগামী ৩১ আগস্ট ঢাকাগামী একটি ট্রেনের ৮টি বগি বরাদ্দ চেয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরীর কাছে আবেদন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ।

স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, আবেদনটি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।

ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইলিয়াছ মঙ্গলবার রাতে দ্য ডেইলি স্টারকে বলেন, '৮টি বগি বরাদ্দ চেয়ে আমরা আবেদন করেছি। কিন্তু এখনো রেলওয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। আমরা নির্ধারিত টিকিট মূল্য পরিশোধ করার বিনিময়ে বগি বরাদ্দ চেয়েছি।'

এর আগে ২০১৯ সালের ২০ অক্টোবর রেলওয়ের কাছে বিনামূল্যে ৩৮০টি টিকেট দেওয়ার আবদার করে আলোচনায় এসেছিল চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগ।

যদিও রেলওয়ে তখন বিনামূল্যে টিকিট দেওয়ার বিধান বলে নেই জানিয়েছিল কৃষক লীগকে।

Comments

The Daily Star  | English

Bangladesh-US tariff talks underway in Washington

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

3h ago