বেড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ২ গ্রুপের সংঘর্ষে আহত ২০

প্রতীকী ছবি | স্টার ডিজিটাল গ্রাফিক্স

পাবনার বেড়া উপজেলায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত র‍্যালি থেকে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। 

আজ বুধবার সকালে বেড়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান দ্য ডেইলি স্টারকে সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বেড়া পৌর ছাত্রদল র‍্যালি বের করে। র‍্যালিটি বেড়া বাজার অতিক্রম করার সময় পেছন থেকে আকস্মিক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। 

পরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পরে। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ছাত্রদল, যুবদলকর্মীসহ ২০ থেকে ২৫ জন আহত হয়। 

আহতদের মধ্যে গুরুতর একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরেকজনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তবে, ছাত্রদল এ সংঘর্ষের ঘটনাকে দলীয় ঘটনা নয় বলে দাবি করেছে। 

জানতে চাইলে বেড়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মানিক হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুই গ্রামের ছেলেদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। পরে দুই দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পরে। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।'

ওসি মো. অলিউর রহমান বলেন, 'সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

'Gen Z' protests: What's next for Nepal?

As the poor Himalayan nation once again stands at a crossroads, here is a look at what could lie ahead

1h ago