ইউনেস্কোতে ইন্টার্নশিপের সুযোগ

ছবি: ইউনেস্কো

যারা শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতির ক্ষেত্রগুলোতে ভবিষ্যৎ গড়তে চান, তাদের জন্য দুর্দান্ত সুযোগ দিচ্ছে ইউনেস্কো ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৪। এই প্রোগ্রামটিতে নির্বাচিত হলে ইউনেস্কোর অগ্রাধিকারভিত্তিক ক্ষেত্রগুলোর মধ্যে যেকোনো একটিতে হাতে-কলমে শেখার অভিজ্ঞতা নেওয়ার পাশাপাশি ইউনেস্কোর কার্যক্রম, প্রোগ্রাম ও উদ্যোগের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকছে। 

এ ছাড়া, ব্যবহারিক দক্ষতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা এবং একাডেমিক জ্ঞান অর্জন করার মাধ্যমে নির্বাচিত ক্ষেত্রে সফল ক্যারিয়ারের জন্য প্রস্তুত করার প্রতিশ্রুতি দিচ্ছে প্রোগ্রামটি। সেই সঙ্গে অভিজ্ঞ পেশাদারদের তত্ত্বাবধানে কাজ করা, ইউনেস্কোর মিশনে অবদান রাখা এবং বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করার সুযোগ রয়েছে। 

ইন্টার্নশিপ প্রোগ্রামটি কেন অনন্য 

সদ্য গ্র‍্যাজুয়েট এবং তরুণ পেশাদারদের জন্য প্রোগ্রামটি সাজিয়েছে ইউনেস্কো। যারা ইন্টার্নশিপ শেষে তাদের মূল্যবান কাজের অভিজ্ঞতা, বিকশিত দক্ষতা এবং শান্তি, ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের ধারণাকে কাজে লাগিয়ে ইউনেস্কোর মিশনে অবদান রাখতে পারবে। অভিজ্ঞ কর্মীদের সঙ্গে কাজ করা, বিস্তৃত প্রশিক্ষণ গ্রহণ ও পেশাদার ক্ষেত্রে বিকাশের সুযোগ এর গুরুত্ব বাড়িয়ে তুলেছে। প্রোগ্রামটি বহু-সাংস্কৃতিক ও গতিশীল কাজের পরিবেশ দেওয়ার পাশাপাশি নানা দেশের মানুষের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করার সুযোগ দেয়। ইন্টার্নশিপটি শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান এবং যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে একটি প্ল্যাটফর্ম প্রদান করে। সামগ্রিকভাবে ইউনেস্কো ইন্টার্নশিপ প্রোগ্রাম ব্যক্তিক ও পেশাদার উন্নয়নের জন্য একটি দারুণ উপায় হতে পারে।

ইন্টার্নশিপের সময়কাল ও যোগ্যতা 

ইউনেস্কো ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৪ একতা এবং আন্তঃ-সাংস্কৃতিক সহযোগিতার প্রচারে সাহায্য করার চমৎকার ক্ষেত্র হিসেবে ভূমিকা রাখবে। ঘৃণা, অসহিষ্ণুতা এবং বৈষম্যমুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য কাজ করবে। তাই ইউনেস্কো ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাদের কর্মজীবনের লক্ষ্য অর্জন ছাড়াও বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলতে পারবে।

ইন্টার্নশিপ হোস্টকারী দেশ: ইউনেস্কোর সদস্যভুক্ত দেশগুলো
প্রোগ্রামের সময়কাল: ২ থেকে ৬ মাস
যোগ্যতা: ইন্টারন্যাশনাল শিক্ষার্থী

আবেদনের আগে যা জানা প্রয়োজন

আবেদনকারীদের অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে।
আবেদনকারীর ডিগ্রি ১ বছরের বেশি পুরোনো নয়।
আবেদনের সময় আবেদনকারীর বয়স কমপক্ষে ২০ বছর হতে হবে।
আবেদনকারীকে অবশ্যই ইংরেজি বা ফরাসি ভাষায় চমৎকার কথা বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে।
আবেদনকারীকে অবশ্যই দলগতভাবে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
প্রার্থীর অবশ্যই ভালো যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে।

একনজরে সব সুবিধা

ইউনেস্কো ইন্টার্নশিপ প্রোগ্রাম অংশগ্রহণকারীদের বিভিন্ন সুবিধা প্রদান করে, যার মধ্যে রয়েছে-

হাতে-কলমে কাজের অভিজ্ঞতা: বাস্তব প্রকল্পে কাজ করার এবং প্রতিষ্ঠানের মিশনে অবদান রাখার সুযোগ রয়েছে।

দক্ষতা উন্নয়ন: প্রযুক্তিগত, পেশাদার এবং আন্তঃসাংস্কৃতিক দক্ষতা বাড়াতে পারবে এবং ইউনেস্কোর কাজ সম্পর্কে জানতে পারবে।

নেটওয়ার্কিং সুযোগ: অভিজ্ঞ পেশাদারদের সঙ্গে সংযোগ করতে পারবে এবং নিজস্ব ক্ষেত্রে যোগাযোগের নেটওয়ার্ক তৈরি করতে পারবে।

পেশাগত উন্নয়ন: কর্মশালা ও সেমিনারসহ প্রশিক্ষণ এবং পেশাদার বিকাশের সুযোগ রয়েছে।

সাংস্কৃতিক বিনিময়: একটি বহুসংস্কৃতির পরিবেশে কাজ ও বসবাস এবং বিভিন্ন স্থান থেকে আসা সহকর্মীদের কাছ থেকে শেখার সুযোগ রয়েছে।

ইতিবাচক প্রভাব: শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান এবং যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শান্তি ও টেকসই উন্নয়নের জন্য ইউনেস্কোর প্রচেষ্টায় অবদান রাখতে পারবে।

আবেদনের সময় যা যা লাগবে

ভিসার বিবরণ
মেডিকেল ইন্স্যুরেন্স প্রমাণ
সিভি
লেটার অব মোটিভেশন
ডিগ্রি সার্টিফিকেট
অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট
মেডিকেল ফিটনেস সার্টিফিকেট
স্নাতক সম্পন্নের প্রমাণস্বরূপ এনরোলমেন্ট/ডিপ্লোমার আইডি বা সার্টিফিকেট 

আবেদন করবেন যেভাবে 

যোগ্যতার মানদণ্ড পর্যালোচনা করুন: বয়স, শিক্ষার স্তর এবং জাতীয়তার মতো ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য যোগ্যতার মানদণ্ড পূরণ হয় কি না তা ইউনেস্কোর ওয়েবসাইটে দেখুন।

ইন্টার্নশিপের জন্য অনুসন্ধান করুন: আপনার আগ্রহ এবং দক্ষতার সঙ্গে মেলে এমন চলমান ইন্টার্নশিপের জন্য ইউনেস্কোর ওয়েবসাইট দেখুন।

প্রয়োজনীয় নথি প্রস্তুত করুন: সিভি, সার্টিফিকেট, একাডেমিক ট্রান্সক্রিপ্টসহ সব নথি জোগাড় করে রাখুন। 

আবেদন জমা দিন: নির্দেশাবলী এবং সময়সীমা অনুসরণ করে ইউনেস্কো ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আপনার আবেদন জমা দিন।

উত্তরের জন্য অপেক্ষা করুন: আবেদন জমা দেওয়ার পর নিয়োগকারী দলের উত্তরের জন্য অপেক্ষা করুন। যদি আপনি সাক্ষাৎকারের জন্য নির্বাচিত হন বা অতিরিক্ত তথ্যের প্রয়োজন হয় তবে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে।

Comments

The Daily Star  | English

BNP opposes RPO amendment requiring alliance parties to use own symbols

Salahuddin says the change will discourage smaller parties from joining coalitions

1h ago