এগিয়ে মোশাররফ করিমের 'দৌড়’

দৌঁড়ের একটি দৃশ্যে মোশাররফ করিম ও ইন্তেখাব দিনার। ছবি: সংগৃহীত

ঈদে মুক্তিপ্রাপ্ত সব ওয়েব সিরিজের মধ্যে স্ট্রিমিং রেকর্ড ভেঙেছে মোশাররফ করিম অভিনীত ওয়েব সিরিজ 'দৌড়'।

ওয়েব প্ল্যাটফর্ম হইচই কর্তৃপক্ষ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রথম ৭ দিনে আগের সব স্ট্রিমিং রেকর্ড ভেঙেছে 'দৌড়'।

বাংলাদেশের রিলিজ করা সিরিজগুলোর মধ্যে প্রথম ৭ দিনে সবচেয়ে বেশি স্ট্রিমিং করা সিরিজ এটি।

এ প্রসঙ্গে মোশাররফ করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঈদ আমাদের কাছে সবসময় স্পেশাল আর এবার হইচই দৌড়ের রেকর্ড সংখ্যক ভিউ এই উৎসবের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে। সিরিজটির সঙ্গে সংশ্লিষ্ট সবার সহযোগিতাই এই সাফল্যের নেপথ্যের কারণ।'

'আমি সিরিজের পরিচালক রায়হান খানসহ দৌড়ের পুরো টিম আর হইচই এর কাছে কৃতজ্ঞ,' যোগ করেন তিনি।

'দৌড়' সিরিজে রুহুল আমিন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।   রায়হান খান পরিচালিত সিরিজে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, রোবেনা রেজা। 

এছাড়া ৪ চোরের চরিত্রে আছেন ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, স্বগত এবং উজ্জ্বল মাহমুদ।

Comments

The Daily Star  | English

NEIR key to curbing illegal phones, protecting consumers: MIOB

MIOB said NEIR would help identify and block illegal, counterfeit, and stolen mobile phones

3h ago