‘গাফ্‌ফার চৌধুরী মুক্তিযুদ্ধের সময়ে গুরুদায়িত্ব পালন করেছেন’

গাজীপুরের শ্রীপুরে গাজীপুর জেলার ৮০ ও ৯০ দশকের ছাত্রলীগ নেতাকর্মীদের পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি: স্টার

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আবদুল গাফ্‌ফার চৌধুরী শুধু মহান শহীদ দিবসে প্রভাতফেরীর সঙ্গীত রচনা করেননি তিনি মহান মুক্তিযুদ্ধের সময় এদেশে পাক হানাদার বাহিনীর বর্বরতার কথা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।

শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলায় গাজীপুর জেলার ৮০ ও ৯০ দশকের ছাত্রলীগ নেতাকর্মীদের প্রথম পুণর্মিলনীর দিনব্যাপী আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, গাফ্‌ফার চৌধুরী 'জয়বাংলা' পত্রিকা সম্পাদনা করে মুক্তিযোদ্ধাদের খবর সর্বত্র পৌঁছে দিয়ে গুরুদায়িত্ব পালন করেছিলেন। তিনি আওয়ামী লীগের সমালোচনা করেছেন ঠিক কিন্তু আওয়ামী লীগের নীতি আদর্শের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা ছিল অগাধ।
অনুষ্ঠানে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, এ প্রজন্মের ছাত্রলীগের ছেলেরা তাদের সরকারকে ক্ষমতায় দেখেছে। তারা ক্ষমতার স্বাদ ভোগ করছে। কিন্তু তারা রাজনীতির কন্টকাকীর্ণ পথ দেখেনি, কীভাবে স্বৈরাচারবিরোধী, বিএনপি-জামাত জোটবিরোধী আন্দোলন হয়েছে তাও দেখেনি। জৈষ্ঠ্য নেতা-কর্মীদের কাছ থেকে এসবের ইতিহাস তাদের শুনতে হবে, শিক্ষা নিতে হবে।
তিনি আরও বলেন, এখন ডিজিটাল যুগ। এ যুগ দিয়ে ৮০ ও ৯০ এর দশক বা আগের আন্দোলন সংগ্রামের ঘটনা বিবেচনা করা যাবে না। ডিজিটালের এ যুগে নতুন প্রজন্মের চ্যালেঞ্জ হলো আওয়ামী লীগ তথা সরকারের বিরুদ্ধে সব অপপ্রচার কীভাবে মোকাবিলা করতে হবে। আন্দোলন কত কঠিন, কত ত্যাগের ও ধৈর্য্যের বিনিময়ে সফলতা অর্জন হয় তা তাদেরকে জানাতে হবে।
অনুষ্ঠানে গাজীপুরের বিভিন্ন ইউনিটের কমপক্ষে ৫০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, ডাকসুর সাবেক ভিপি জিএস ও গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতার উজ্জামান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলিম উদ্দিনসহ অন্যান্যরা।

Comments

The Daily Star  | English
students to block Shahbagh tonight in protest

Chhatra Dal blocks Shahbagh protesting mobs, academic disruption

JCD leaders and activists began gathering at Nayapaltan area earlier in the afternoon

14m ago