১৩ দিন পর আজ বিকেলে বাসায় ফিরছেন খালেদা জিয়া

খালেদা জিয়া ঢাকায় মার্কিন দূতাবাসে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। স্টার ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ শুক্রবার হাসপাতাল থেকে বাসায় ফিরবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ায় খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড সাবেক প্রধানমন্ত্রীকে তার বাড়িতে রেখে চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়েছে।'

ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, 'সম্ভবত খালেদা জিয়া বিকেলে বাসায় যাবেন।'

গত ১০ জুন গভীর রাতে হৃদ্‌রোগের সমস্যা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। হার্টে রিং পরানোর পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। ১৫ জুন তাকে হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

Comments

The Daily Star  | English

Swiss police believe around 40 died at Swiss bar explosion, Italy says

The blaze was not thought to have been caused by arson

14m ago