বৈধপথে রেমিট্যান্স পাঠাতে মালদ্বীপপ্রবাসীদের প্রতি আহ্বান

বৈধপথে রেমিট্যান্স পাঠাতে মালদ্বীপপ্রবাসীদের প্রতি আহ্বান
বাংলাদেশ হাইকমিশনের হলরুমে প্রবাসীদের নিয়ে বাংলাদেশে বৈধপথে রেমিট্যান্স পাঠানো উদ্বুদ্ধকরণের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। ছবি: সংগৃহীত

ডলার সংকট কাটিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে মালদ্বীপ প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

গত ১১ আগস্ট সন্ধ্যায় হুলোহুলো মালেতে বাংলাদেশ হাইকমিশনের হলরুমে প্রবাসীদের নিয়ে বাংলাদেশে বৈধপথে রেমিট্যান্স পাঠানো উদ্বুদ্ধকরণের মতবিনিময় সভায় এই আহ্বান জানান হাইকমিশনার।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম উল্লেখ করে  হাইকমিশনার বলেন, 'ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠালে বাংলাদেশ সরকারের প্রণোদনা প্রাপ্তির সুযোগ যেমন থাকে, তেমনি মাতৃভূমি বাংলাদেশের উন্নয়নেও ভূমিকা রাখা সম্ভব।'

তিনি আরও বলেন, 'মালদ্বীপ একটি ছোট দেশ হলেও অনেক প্রবাসী বাংলাদেশিদের এখানে বসবাস করেন। কিন্তু সেই হারে এখনো রেমিটেন্স পাঠানোর পরিমাণ প্রত্যাশিত অনুপাতে হচ্ছে না।'

বর্তমান বিশ্ববাস্তবতায় একদিকে করোনা মহামারির নেতিবাচক প্রভাব, অন্যদিকে রাশিয়া-ইউক্রেন পরিস্থিতিতে রেমিট্যান্সের প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা পূর্বের যেকোনো সময়ের চেয়ে বেশি বলে উল্লেখ করেন হাইকমিশনার।

'বৈধ পথে টাকা পাঠাই, দেশের উন্নয়নে গর্বিত অংশীদার হই' শীর্ষক মতবিনিময় সভায় হাইকমিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ সরকারের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ তুলে ধরেন ও প্রবাসী বাংলাদেশিদের বৈধপথে রেমিটেন্স পাঠিয়ে দেশ গঠনে সহযোগিতার আহ্বান জানান।

 

মোহাম্মদ মাহামুদুল : মালদ্বীপপ্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago