সিংগাইরে হবে দেশের প্রথম ক্যানসার কেয়ার ভিলেজ

লন্ডনে বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্টের (ব্যানক্যাট) অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম ক্যানসার কেয়ার ভিলেজ প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেছে বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্ট (ব্যানক্যাট)।

সম্প্রতি লন্ডনের বারাকা ৩৮–৪০ হোয়াইটচ্যাপেল রোডে এ বিষয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজন করে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠান পরিচালনা করেন ব্যানক্যাটের নির্বাহী পরিচালক ও লেখক নাজমুস আহমেদ আলবাব এবং ফ্রেন্ডস অব ব্যানক্যাট ইউকের কনভেনর ও বানক্যাটের উপদেষ্টা মোকসুদ আহমেদ খান। 

তারা এই প্রকল্পের কাঠামো, লক্ষ্য ও এর জীবন পরিবর্তনকারী প্রভাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

তাদের ঘোষণা অনুযায়ী, মানিকগঞ্জের সিংগাইরে ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক ক্যানসার কেয়ার ভিলেজ গড়ে তোলা হবে। এখানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ক্যানসার নির্ণয়, চিকিৎসা ও থেরাপি সেবা দেওয়া হবে।

ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যানক্যাট একটি সমন্বিত 'হোলিস্টিক হিলিং কমিউনিটি' গড়ে তুলতে চায়, যেখানে চিকিৎসার পাশাপাশি থাকবে মানসিক, সামাজিক, আধ্যাত্মিক ও পুনর্বাসন সহায়তা। 

এই ভিলেজে থাকবে ক্যানসার রোগীদের জন্য উপশম ও শেষ জীবনের সেবা কেন্দ্র মোসাব্বির আলোক নিবাস, ক্যানসার যোদ্ধা ও তাদের পরিবারের জন্য জীবিকা উদ্যোগ আলোক কাঁথা, শিক্ষা-জ্ঞান-সুস্থতা কেন্দ্র আলোকন, উন্নত ডায়াগনস্টিক ও গবেষণাগার কিউর সেন্টার, কেয়ারগিভার ট্রেনিং একাডেমি আলোক সেবা এবং মসজিদ, গবেষণা ও উন্নয়ন বিভাগ, লাইব্রেরি, ডেটা সেন্টার, মার্কেটপ্লেস, স্টাফ ডরমিটরি ও এস্টেট অফিসের মতো কমিউনিটি সুবিধা।

এই সমন্বিত ব্যবস্থা শুধু সেবায় সীমাবদ্ধ থাকবে না, বরং পুনর্বাসন, মানসিক স্বাস্থ্য পরামর্শ, আধ্যাত্মিক দিকনির্দেশনা এবং ধারাবাহিক কমিউনিটি শিক্ষা অন্তর্ভুক্ত করবে।

অনুষ্ঠানে নাজমুস আহমেদ আলবাব বলেন, 'সমতার ভিত্তিতে ও মানবিক দৃষ্টিভঙ্গিতে যেন প্রত্যেক ক্যানসার রোগী সেবা পায়, বানক্যাট সেই লক্ষে কাজ করছে।'

তিনি এ ভিশনকে বাস্তবে রূপ দিতে সবার সহযোগিতার আহ্বান জানান। 

মোকসুদ আহমেদ খান যুক্তরাজ্যে উপস্থিত শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশের ক্যানসার চিকিৎসা আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্মী ও ফ্রেন্ডস অব ব্যানক্যাট কনভেনর মাকসুদ খান বাবুল এবং সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক নাজরুল ইসলাম বাসান। 

উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন সুহাইল খান (চেয়ারম্যান, বিয়ানীবাজার ক্যানসার ও জেনারেল হাসপাতাল), শাহাব উদ্দিন আহমেদ (সিইও, বিয়ানীবাজার ক্যানসার ও জেনারেল হাসপাতাল), পারভেজ আহমেদ (সাবেক মেয়র, ব্রেন্ট কাউন্সিল), সারওয়ান চৌধুরী (সাবেক মেয়র, ক্রয়ডন কাউন্সিল), অলী খান (সভাপতি, বিসিএ), তৈসির মাহমুদ (সচিব, লন্ডন বাংলা প্রেসক্লাব), আব্দুর রাজ্জাক (হিসাবরক্ষক), পারভেজ রশিদ (কমিউনিটি নেতা), মতিউর রহমান খোকন, ইঞ্জিনিয়ার আহমেদ হোসেন মুকুল, আব্দুল মুনিম জাহেদী ক্যারল (সিনিয়র সাংবাদিক), রেজাউল করিম মৃধা (সহ-সাধারণ সম্পাদক, লন্ডন বাংলা প্রেসক্লাব) এবং জুয়েল জামান (কমিউনিটি অ্যাকটিভিস্ট)।

উল্লেখ্য, বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্ট একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা সুবিধাবঞ্চিত মানুষের জন্য ন্যায্য ও সহমর্মিতাপূর্ণ ক্যানসার সেবা নিশ্চিত করতে কাজ করছে। চিকিৎসা, পুনর্বাসন, সচেতনতা ও সহায়তার মাধ্যমে ব্যানক্যাট কাজ করছে এমন একটি ভবিষ্যতের জন্য যেখানে বাংলাদেশে কোনো ক্যানসার রোগী চিকিৎসা ছাড়া থাকবে না।

Comments

The Daily Star  | English

1 killed in attack on ‘darbar sharif’ in Rajbari

Grave desecrated, corpse exhumed, burnt; govt terms incident ‘abhorrent’, ‘despicable’

3h ago