‘এলডিসি-পরবর্তী সময়ে পোশাক রপ্তানিতে প্রতিবন্ধকতা আসতে পারে’

তৈরি পোশাক
ফাইল ছবি

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, এলডিসি (স্বল্পোন্নত দেশ) পরবর্তী সময়ে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারে।

তিনি বলেন, 'সুতরাং, আমাদের তৈরি পোশাক রপ্তানির প্রবণতা অব্যাহত রাখার পাশাপাশি বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক কিছু নীতি সমর্থন নিশ্চিত করতে হবে।'

রোববার বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউশনে (বিএফটিআই) 'স্টাডি অন পলিসি সাপোর্ট অ্যান্ড ইনসেন্টিভস বিফোর অ্যান্ড আফটার এলডিসিস গ্র্যাজুয়েশন ফর আরএমজি সেক্টর' শীর্ষক ওয়ার্কশপে এসব কথা বলেন।

বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাফর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান এবং সঞ্চালনা করেন বিএফটিআই মহাপরিচালক মো. ওবায়দুল আজম।

মো. জাফর উদ্দিন বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের আগেই আরএমজি রপ্তানিতে প্রণোদনা ও ভর্তুকির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।

Comments

The Daily Star  | English

‘This fire wasn’t an accident’: Small business owner’s big dreams destroyed

Once a garment worker, now an entrepreneur, Beauty had an export order ready

2h ago