বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৮৪ মেট্রিকটন আলু গেল নেপালে

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আলু রপ্তানি শুরু হয়েছে। ছবি: কামরুল ইসলাম রুবাইয়াত/ স্টার

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৮৪ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে। 'থিংকস টু সাপ্লাই' নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান গতকাল ও আজ দুটি চালানে এসব আলু রপ্তানি করে। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আলু রপ্তানি শুরু হলো।

স্থলবন্দরের সহকারী ব্যবস্থাপক মিথুন রায় আজ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সি অ্যান্ড এফ এজেন্ট তাসীন ট্রেড লিংকের প্রতিনিধি মোমিনুর ইসলাম জানান, রপ্তানির এসব আলু সংগ্রহ করা হয় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে। নেপালের কাকরভিটায় যাবে এই আলু। প্রতি মেট্রিক টনের রপ্তানিমূল্য ১৫২ মার্কিন ডলার।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টাইন ইনস্পেক্টর উজ্জ্বল হোসেন বলেন, রোববার ও সোমবার নেপালে আলু রপ্তানি করা হয়েছে।

এসব আলুতে পচন বা পোকামাকড় আছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করে কোয়ারেন্টাইন সনদ দেওয়া হয়েছে।

সাধারণত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি করা পণ্যের মধ্যে ৯৫ শতাংশই পাথর। ভারত ও ভুটান থেকে বাংলাদেশে পাথর আমদানি করা হয়। এ ছাড়া ভারত ও নেপাল থেকে চা প্রক্রিয়াকরণ যন্ত্রাংশ, চিটাগুড়, আদা ও পেঁয়াজ আমদানি করা হয়। 

আর বাংলাদেশ থেকে কাঁচা পাট, কটন র‍্যাগস, কাঁচ, ওষুধ, ব্যাটারি, খাদ্যপণ্য, টিস্যু পেপারসহ বিভিন্ন পণ্য ভারত ও নেপালে রপ্তানি করা হয়।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

8h ago