৫০ হাজার টন আলু কিনবে সরকার, বেঁধে দেওয়া হলো সর্বনিম্ন বিক্রি মূল্য

ফাইল ফটো

আলুর বিক্রি মূল্য উৎপাদন খরচের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় চাষিদের ক্ষতির হাত থেকে রক্ষায় ৫০ হাজার টন আলু কেনার উদ্যোগ নিয়েছে সরকার।

আজ বুধবার কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এই আলু হিমাগারে সংরক্ষণ করে আগামী অক্টোবর-নভেম্বর মাসে বিক্রি করা হবে।

কৃষকের ক্ষতির আশঙ্কা বিবেচনায় নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে চার সদস্য বিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছিল। কমিটির বাকি সদস্যরা হলেন—বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিব।

কমিটির সুপারিশ পর্যালোচনা করে সরকার আলু কেনার সিদ্ধান্ত নেয়।

এছাড়া, আলুর দাম নির্ধারণ করেছে সরকার। হিমাগার গেটে আলু কেজি প্রতি সর্বনিম্ন বিক্রি মূল্য ২২ টাকা।

আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা দেওয়া হবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

Comments

The Daily Star  | English

Polytechnic students block roads in Dhaka's Satrasta area

The blockade caused severe traffic congestion in surrounding roads

56m ago