সব ধরনের রেকর্ড ভাঙল স্বর্ণের দাম
বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে স্বর্ণের দম।
আগামীকাল সোমবার থেকে স্থানীয় বাজারে প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ১৮ হাজার ১১৬ টাকা দামে বিক্রি হবে। স্বর্ণের দামের আগের রেকর্ডটি ছিল প্রতি ভরিতে দুই লাখ ১৭ হাজার ৩৮১ টাকা।
আজ রোববার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই তথ্য জানিয়েছে।
এক সপ্তাহ আগেই বাজুস এক ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণের দাম দুই লাখ ১৭ হাজার ৬৭ টাকা নির্ধারণ করেছিল।
চলতি বছরের ১৯ অক্টোবর স্বর্ণের দামের আগের সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়েছিল।
পরবর্তীতে সর্বোচ্চ দুই লাখ ১৭ হাজার ৩৮১ থেকে কমে ভরি প্রতি দুই লাখে নেমেছিল এই মূল্যবান ধাতুর দাম। মূলত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমে আসায় স্থানীয় বাজারেও দাম কমেছিল।
অনিশ্চয়তার সময়ে 'নিরাপদ বিনিয়োগের মাধ্যম' হিসেবে সুপরিচিত এই হলুদ রঙের মূল্যবান ধাতুর দাম সাম্প্রতিক কালে দেশে ও দেশের বাইরে, উভয় ক্ষেত্রেই ধাপে ধাপে বেড়েছে।
গত সপ্তাহে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস পূর্বাভাষ দেয়, ২০২৬ সালের ডিসেম্বর নাগাদ স্বর্ণের দাম ১৪ শতাংশ বেড়ে আউন্স প্রতি চার হাজার ৯০০ মার্কিন ডলার হতে পারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় লাখ টাকা)। এর পেছনে কেন্দ্রীয় ব্যাংকের ক্রমবর্ধমান চাহিদা ও মার্কিন সরকারি কোষাগারের সুদের হার কমানোর মতো কারণ উল্লেখ করে ব্যাংকটি।
১৮ ডিসেম্বর রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্বর্ণের দাম বাড়াতে এসব উদ্যোগ নেওয়া হতে পারে।
উল্লেখ্য, কঠিন পদার্থের ক্ষেত্রে ২৮ দশমিক ৩৪৯৫ গ্রাম এক আউন্সের সমান।

Comments