বিএডিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আ. ছাত্তার গাজী, সা. সম্পাদক আল আমিন
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে মো. আ. ছাত্তার গাজী এবং সাধারণ সম্পাদক পদে মো. আল আমিন বিজয়ী হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন রিয়াজ উদ্দিন এবং কোষাধ্যক্ষ হয়েছেন মো. হাবিবুর রহমান।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মহাব্যবস্থাপক (অর্থ) রুনা লায়লা গত ১ নভেম্বর বিএডিসির সেমিনার হলে ফলাফল ঘোষণা করেন।
একইদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিএডিসির অর্থ ও প্রশাসন পুলের কর্মকর্তারা ভোট দেন।
সভাপতি পদে বিজয়ী ছাত্তার গাজী বিএডিসির প্রধান (মনিটরিং) হিসেবে কর্মরত।


Comments