বিএডিসির গণশুনানি প্রতি মাসের শেষ বুধবার

প্রতি মাসের শেষ বুধবার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গণশুনানি অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির সেবা আরও গতিশীল, নিবিঘ্ন, বৈষম্যমুক্ত এবং অংশীজনদের উত্থাপিত অভিযোগ ও সমস্যা দ্রুত নিরসন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএডিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, প্রতি মাসের শেষ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর মতিঝিলে ৪৯-৫১ দিলকুশা বাণিজ্যিক এলাকায় কৃষি ভবনে চেয়ারম্যানের দপ্তরে নিয়মিতভাবে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।

তবে সংশ্লিষ্ট বুধবার সরকার ঘোষিত ছুটি বা কোনো কারণে বন্ধ থাকলে এর আগের দিন, অর্থাৎ মঙ্গলবার সকাল গণশুনানি হবে।

Comments

The Daily Star  | English

Ducsu AGS candidates: Rights, safety, reforms their top agendas

A total of 25 candidates are contesting for the post of assistant general secretary (AGS) in this year's Dhaka University Central Students' Union (Ducsu) election, scheduled for September 9.

14h ago