পাট বীজের চাহিদা ৬৪০০ টন, আমদানির অনুমতি ৫২০০ টন

পাট
ফাইল ছবি

কৃষকের চাহিদা অনুযায়ী এ বছর পাট ও পাট জাতীয় (মেস্তা ও কেনাফ) ফসলের বীজের বার্ষিক চাহিদা নির্ধারিত হয়েছে ৬ হাজার ৩৬৯ মেট্রিক টন।

এর মধ্যে প্রায় ৫ হাজার ২০০ টন বীজ ভারত থেকে আমদানির অনুমতি দেওয়া হয়েছে। বাকি ১ হাজার ৩০০ টন বীজ বিএডিসি সরবরাহ করবে।

কৃষিসচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে সম্প্রতি জাতীয় বীজ বোর্ডের ১০৯তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয় জানায়, ২০২৩-২৪ সালে প্রায় ৭ লাখ ৬৪ হাজার হেক্টর জমিতে পাট, মেস্তা ও কেনাফ ফসল চাষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে চাষের জন্য মোট পাট বীজের চাহিদা প্রায় ৬ হাজার ৪০০ মেট্রিক টন। 

এর মধ্যে ৪ হাজার ৬০০ মেট্রিক টন ভারতীয় তোষা পাটের জাত জেআরও-৫২৪ এবং ৫৭৬ মেট্রিক টন মেস্তা বা কেনাফসহ মোট ৫ হাজার ১৭৬ মেট্রিক টন বীজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

২০২২-২৩ সালে ৫ হাজার মেট্রিক টন পাট বীজের আমদানির অনুমতির বিপরীতে প্রকৃত আমদানি হয়েছিল ৪ হাজার ১৬৬ টন।

জাতীয় বীজ বোর্ডের ওই সভায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের একটি তোষা পাট ও একটি কেনাফের জাত ছাড়করণের অনুমতি দেওয়া হয়। 

এছাড়া, ব্রি উদ্ভাবিত ০২ টি ধানের জাত ছাড়করণ করা হয়।

Comments

The Daily Star  | English

Death toll from Nepal's anti-corruption protests raised to 72

The ministry's previous death toll was 51, updated as of Saturday. The latest data showed on Sunday that at least 2,113 people had been injured in the violence

8h ago