বিএডিসিতে সেচ দক্ষতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে বাস্তবায়নাধীন পার্টনার প্রকল্পের উদ্যোগে কৃষি-প্রতিবেশ অঞ্চলে বাংলাদেশের বর্তমান সেচ দক্ষতার মূল্যায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগরের সেচ ভবনের সেমিনার হলে সোমবার অনুষ্ঠিত এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির চেয়ারম্যান (গ্রেড-১) মো. রুহুল আমিন খান।

এছাড়া, সংস্থার বিভিন্ন স্তরের প্রকৌশলী, বিশ্ব ব্যাংক, কৃষিভিত্তিক বিভিন্ন সংস্থা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিএডিসির বিভিন্ন উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।

রুহুল আমিন খান বলেন, 'বিএডিসি একটি কৃষি ও কৃষকবান্ধব প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানটি কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি ও কৃষকের উন্নয়নে বিএডিসির রয়েছে একটি গৌরবান্বিত অধ্যায়।'

তিনি আরও বলেন, 'দেশের সেচ এলাকা বৃদ্ধির পাশাপাশি বিএডিসি সেচ দক্ষতা নিয়ে কার্যকরভাবে কাজ করে যাচ্ছে। তবে বিদ্যমান কৃষি-প্রতিবেশ অঞ্চলের ওপর ভিত্তি করে বিভিন্ন এলাকার সেচ দক্ষতা ভিন্ন ভিন্ন  হয়ে থাকে। ফলে এলাকাভিত্তিক সেচ দক্ষতার ওপর ভিত্তি করে সে অনুযায়ী বিভিন্ন ধরনের পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা থাকে। বিএডিসির মাধ্যমে বাস্তবায়নাধীন পার্টনার প্রকল্পটি সেচ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করে যাচ্ছে।'

এই কর্মশালা থেকে অর্জিত অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মতামতের ওপর ভিত্তি করে আরও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে অভিমত ব্যক্ত করেন বিএডিসি চেয়ারম্যান।

তিনি সংশ্লিষ্ট সবাইকে পেশাদার মনোভাব নিয়ে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে কৃষি ও কৃষকের পাশে আরও সুদৃঢ়ভাবে থাকার জন্য আহ্বান জানান।

Comments

The Daily Star  | English

Polytechnic students block roads in Dhaka's Satrasta area

The blockade caused severe traffic congestion in surrounding roads

56m ago