পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

মো. ওবায়েদুল্লাহ আল মাসুদ। ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান মো. ওবায়েদুল্লাহ আল মাসুদ। ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ বৃহস্পতিবার তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে হাতে লেখা একটি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

দ্য ডেইলি স্টারের প্রতিবেদক পদত্যাগ পত্রটি দেখেছেন এবং নাম প্রকাশে অনিচ্ছুক ইসলামী ব্যাংকের অপর একজন স্বতন্ত্র পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে মো. ওবায়েদুল্লাহ আল মাসুদকে একাধিকবার কল ও মেসেজ দেওয়া হলেও তিনি তার জবাব দেননি।

এর আগে গত ১৪ জুলাই বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য তলব করে। এরপর থেকে তিনি ব্যাংকে অনুপস্থিত। এমনকি ১৫ জুলাই তিনি ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কমিটির বৈঠকেও উপস্থিত হননি। ওই দিন বিএফআইইউ দল একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের বোর্ড পুনর্গঠন করে মাসুদকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ব্যাংকটিতে সংকট থেকে টেনে তুলতে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিযুক্ত করা হয়, যার মধ্যে মাসুদ একজন।

তিনি এর আগে রূপালী ব্যাংক ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Comments

The Daily Star  | English

Quiet revolution in fish farming

Over the decades, Bangladesh has lost vast swathes of its waterbodies as its population has kept growing.

15h ago