বকেয়া দাবিতে পোশাক শ্রমিকদের কর্মবিরতি

স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুরে ৪৫ দিনের খোরাকির বকেয়া টাকার দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন টিঅ্যান্ডজেড গ্রুপের অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেডের শ্রমিকরা। বিজিএমইএ সদস্যভুক্ত প্রতিষ্ঠানটির ৮০০ শ্রমিক কাজ বন্ধ রেখে কারখানার ভিতরে অবস্থান করছেন।

আজ সোমবার সকাল ৯টা থেকে গাজীপুর মহানগরীর বাসন যোগিতলা এলাকার ওই কারখানায় এ কর্মসূচী শুরু করেন তারা।

জেলা শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'খোরাকির বকেয়া টাকার দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। গতকাল থেকে তারা এ কর্মসূচি শুরু করেন।

শিল্প পুলিশ জানায়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দশজনের একটি ভ্রাম্যমাণ দল সমস্যা সমাধানের চেষ্টা করছেন।

এ বিষয়ে জানতে কারখানার মালিক শাহাদাত হোসেন শামীমকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। তাই তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

Comments

The Daily Star  | English
Trend of Provision Shortfall in the banking sector

Provision shortfall at banks widens six times

The provision shortfall in the banking sector has increased more than six times to Tk 170,655 crore over the past year, Bangladesh Bank data show, exposing the fragile financial health of commercial lenders due mainly to large-scale scams and irregularities during the previous regime.

9h ago