২১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি রাবি শিক্ষক-কর্মচারীদের

তিন দফা দাবি আদায়ে কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
দাবিগুলো হলো—প্রাতিষ্ঠানিক সুবিধাদি অবিলম্বে বাস্তবায়ন, প্রশাসক প্রথার বিলোপ, শিক্ষকদের জন্য ব্যক্তিগত চেম্বারের ব্যবস্থা ও গবেষণার জন্য অর্থ বরাদ্দ বৃদ্ধি।
আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে ২১ সেপ্টেম্বর থেকে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির সিদ্ধান্ত জানানো হয়। এতে সই করেন অধ্যাপক মো. আব্দুল আলিম, অধ্যাপক মোহাম্মদ আমীরুল ইসলাম, অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক ড. মো. কামরুল আহসান, মো. মোক্তার হোসেন ও মো. মাসুদ রানা।
এতে বলা হয়, কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি সেবা কর্মসূচির বাইরে থাকবে।
দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্যের শিকার হওয়ায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এমন কর্মসূচির কারণ জানতে চাইলে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আমীরুল ইসলাম বলেন, 'আমরা প্রশাসনকে সময় দিয়েছিলাম এবং তারাও আমাদের ১৪ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন। কিন্তু সেই তারিখ পার হয়ে গেলেও আমরা কোনো দৃশ্যমান সমাধান দেখতে পাইনি।'
'তাই আমরা প্রশাসনকে আজ ও আগামীকালের মধ্যে সিদ্ধান্ত জানানোর জন্য বলেছি। অন্যথায় আমরা ২১ তারিখ থেকে আন্দোলনে নামব,' বলেন তিনি।
Comments