পানির ফিল্টার ঘোষণায় ৫০ লাখ পিস বিদেশি সিগারেট আমদানি

মিথ্যা ঘোষণায় আনা মন্ড ব্র্যান্ডের সিগারেট। ছবি: সংগৃহীত

মিথ্যা ঘোষণায় আমদানি করা 'মন্ড' ব্র্যান্ডের সিগারেট ভর্তি একটি কনটেইনার জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস ও শুল্ক দপ্তরের গোয়েন্দারা।

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রাম বন্দরে যৌথ অভিযান চালিয়ে কনটেইনারটি জব্দ করা হয়।

চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা বিভাগের যুগ্ম-পরিচালক মো. সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'পানি বিশুদ্ধকরণ যন্ত্র ঘোষণা দিয়ে থাইল্যান্ড থেকে কনটেইনারটি আমদানি করা হয়। জব্দকৃত কনটেইনারে প্রায় ৫০ লাখ পিস মন্ড ব্র্যান্ডের সিগারেট পাওয়া গেছে।'

এর দাম আনুমানিক পাঁচ কোটি টাকা বলে জানান তিনি।

পানি বিশুদ্ধকরণ যন্ত্র আমদানিতে করহার ২৫ শতাংশ, অন্যদিকে সিগারেট আমদানিতে ৬০০-৬৫০ শতাংশ কর দিতে হয় বলে কাস্টমস কর্মকর্তারা জানান।

কাস্টমস সূত্র জানায়, কনটেইনারটি একটি জাহাজে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরে আসে। এতে থাকা ওই কনটেইনারের ১২ দশমিক ৫ টন পণ্য আমদানি করে ঢাকার প্রতিষ্ঠান হামকো করপোরেশন লিমিটেড।

কিন্তু গোপন সূত্রে খবর পাওয়া যায় যে এতে বিদেশি সিগারেট এসেছে। 

কর্মকর্তারা জানান, প্যাকেটে ধূমপানবিরোধী সতর্কবার্তা লেখা নেই, এমন বিদেশি সিগারেট আমদানি নিষিদ্ধ।

নিয়ম অনুযায়ী সিগারেটের মান ঠিক থাকলে চালানটি বাংলাদেশ পর্যটন করপোরেশনের কাছে বিক্রি করা হবে। না হলে আইন অনুযায়ী ধ্বংস করা হবে বলে জানান কর্মকর্তারা।

 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

9h ago