এপ্রিলে রপ্তানি কমেছে

স্টার ফাইল ফটো

বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য পোশাকের চালানে ধীর গতিসহ অন্যান্য খাতে মন্দার কারণে চলতি বছরের এপ্রিলে রপ্তানি কমেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিলে বাংলাদেশ ৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের ৩ দশমিক ৯৫ বিলিয়ন ডলারের চেয়ে শূন্য দশমিক ৯৯ শতাংশ কম।

তবে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত মোট রপ্তানি বার্ষিক ৩ দশমিক ৯৩ শতাংশ বেড়ে ৪৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এছাড়া চলতি অর্থবছরে দশ মাসে তৈরি পোশাকের রপ্তানি ৪ দশমিক ৯৭ শতাংশ বেড়ে ৪০ দশমিক ৪৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশের রপ্তানির ৮৫ শতাংশ অবদান রাখে তৈরি পোশাক।

Comments

The Daily Star  | English

Who stole Dhaka’s real wealth?

Walk through Dhaka at any time—depending on the neighbourhood, there is always something remarkable to witness.

15h ago