ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিএসই,

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার সূচক ও লেনদেন বেড়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ব্লুচিপ সূচক ডিএস৩০ ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪০ পয়েন্ট হয়েছে এবং শরীয়াহ সূচক ডিএসইএস প্রায় ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ১২১টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৩২টির কমেছে এবং ১৮০টির শেয়ারদর অপরিবর্তিত ছিল। এদিন ডিএসইতে মোট ৪২৭ কোটি ৪৯ লাখ টাকা লেনদেন হয়েছে। গত কর্মদিবসে যা ছিল ৪১৩ কোটি ৪৮ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে ৬৫টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ২৪টির কমেছে এবং ৭৪টির অপরিবর্তিত আছে। সিএসইতে ৪ কোটি ৪৯ লাখ ৮১ হাজার টাকার লেনদেন হয়েছে।

Comments

The Daily Star  | English
August 5 declared as July Mass Uprising Day

Govt declares 3 new days for nat’l observance

The interim government yesterday declared August 5 as “July Mass Uprising Day” to commemorate the student-led protests that toppled the Sheikh Hasina regime that day last year.

1h ago