৩৩ মাসের মধ্যে ডিএসইর প্রধান সূচক সর্বনিম্ন

ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিএসই, শেয়ারবাজার, শেয়ারের দরপতন,

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে, যা গত ৩৩ মাসের মধ্যে সর্বনিম্ন।

এর আগে, সর্বনিম্ন ডিএসইএক্স ছিল ২০২১ সালের ২৫ মে, ৫ হাজার ৮৮৪ পয়েন্ট। তারপর আজ বুধবার সূচক ৩২ দশমিক ৭৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৪ শতাংশ কমে ৫ হাজার ৯৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩০০ পয়েন্টে। এছাড়া ব্লু-চিপ সূচক ডিএস৩০ ৭ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫৬ পয়েন্টে।

অন্যদিকে টার্নওভার ১৪ দশমিক ২৩ শতাংশ কমে ৪৮৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।

ইউসিবি স্টক ব্রোকারেজের দৈনিক বাজার আপডেট অনুসারে, জীবন বীমা, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং প্রকৌশল খাত ইতিবাচক ইতিবাচকভাবে লেনদেন শেষ করেছে। তবে, কাগজ ও মুদ্রণ, পরিষেবা ও রিয়েল এস্টেট এবং আইটি সেক্টর নেগেটিভাবে শেষ হয়েছে।

আজ ডিএসইতে ১১২টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে ২২২টির এবং ৬০টির দর অপরিবর্তিত আছে। হয়নি।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

3h ago