ডিএসইতে সূচকের পতন, বেড়েছে লেনদেন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, শেয়াবাজার,

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে টার্নওভার আগের কার্যদিবসের চেয়ে বেড়েছে।

আজ রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭ দশমিক ০১ পয়েন্ট বা শূন্য দশমিক ৫০ শতাংশ কমে ৫ হাজার ৩২৮ দশমিক ৪০ পয়েন্টে দাঁড়িয়েছে।

একইভাবে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে ৩ দশমিক ৫১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ কমে ১ হাজার ১৮০ দশমিক শূন্য ১ হাজার ১৮০ দশমিক ০১ পয়েন্ট হয়েছে।

এছাড়া ব্লু-চিপ সূচক ডিএস৩০ আগের চেয়ে ১২ দশমিক ৯৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৭ শতাংশ কমে ১ হাজার ৯০৯ দশমিক ৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

তবে টার্নওভার আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭১২ কোটি টাকায়।

আজ ডিএসইতে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ২৬৮টির দর কমেছে, ৯২টির বেড়েছে এবং ৩৮টির অপরিবর্তিত ছিল।

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

21h ago