ওটিটিতে ১০ আলোচিত মুখ

ছবি: সংগৃহীত

২০২৪ সালে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে অনেকগুলো বাংলা ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে। এইসব ওয়েব কন্টেন্ট থেকে বেশকিছু সিরিজ, ফিল্ম আলোচনায় এসেছে। সেখান থেকে ১০ আলোচিত মুখ নিয়ে নিয়ে আজকের এই আয়োজন।

তাসনিয়া ফারিণ

কাজল আরেফিন অমি নির্মিত বঙ্গ থেকে আসা ওয়েব ফিল্ম 'অসময়' দিয়ে বছরের প্রথম দিকে আলোচনায় আসেন তাসনিয়া ফারিণ। এ ছাড়া, শিহাব শাহীন নির্মিত চরকি থেকে আসা 'কাছের মানুষ দূরে থুইয়া' ওয়েব ফিল্মে প্রীতম হাসানের বিপরীতে অনবদ্য অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন তিনি। ওটিটিতে তার ভালো কেটেছে বছরটা। 

জিয়াউল ফারুক অপূর্ব 

জিয়াউল ফারুক অপূর্ব বেশ আলোচিত হয়েছেন শিহাব শাহীন নির্মিত 'গোলাম মামুন' ওয়েব সিরিজে অভিনয় করে। এই সিরিজে তার অভিনয় আলোচনার জন্ম দিয়েছে। 'গোলাম মামুন' ওয়েব সিরিজের গল্প, নির্মাণ, অভিনয় দর্শক পছন্দের তালিকায় ছিল। 'গোলাম মামুন' এসেছে হইচই থেকে।  

পরীমনি 

অনম বিশ্বাস নির্মিত পরীমনি অভিনীত প্রথম ওয়েব সিরিজ 'রঙিলা কিতাব'। এই সিরিজে সুপ্তি চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন।  মা হওয়ার পর দীর্ঘ বিরতি কাটিয়ে এই সিরিজে অভিনয় করেন পরীমনি। 

প্রীতম হাসান 

সংগীতশিল্পী প্রীতম হাসান মাঝে মাঝে অভিনয় করেন। সেই ধারাবাহিকতায় শিহাব শাহীন নির্মিত চরকি থেকে আসা 'কাছের মানুষ দূরে থুইয়া' ওয়েব ফিল্মে সাবলীল অভিনয় মন কাড়েন দর্শকদের। চলতি বছর অভিনয় ও গান দুই মাধ্যমেই আলোচিত ছিলেন। 'তুফান' সিনেমার 'লাগে উড়া ধুরা' গানটি বছরের অন্যতম গান হিসেবে দর্শকদের পছন্দের তালিকায় ছিল। 

শিহাব শাহীন

শিহাব শাহীন নির্মিত হইচই থেকে আসা ওয়েব সিরিজ 'গোলাম মামুন' দর্শকদের পছন্দের তালিকায় ছিল। এই সিরিজের গল্প, নির্মাণ দর্শক পছন্দ করেছে। এ ছাড়া, চরকি থেকে আসা ওয়েব ফিল্ম 'কাছের মানুষ দূরে থুইয়া' অনেক আলোচিত হয়েছে। 

কাজল আরেফিন অমি

বঙ্গ থেকে আসা ওয়েব ফিল্ম 'অসময়' দিয়ে বছরের প্রথমদিকে দর্শকদের মন জয় করেন কাজল আরেফিন অমি। তার এই ওয়েব ফিল্মের গল্পে সামাজিক একটা বার্তা দেওয়ার চেষ্টা ছিল। এ ছাড়া, তিনি ফিমেল-৪ নির্মাণ করেন ওয়েবে। 

জেফার রহমান

সংগীতশিল্পী জেফার রহমান অভিনয় করে বেশ আলোচিত হয়েছেন। মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত চরকি অরিজিনাল 'লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামী'-তে অভিনয় করেন চঞ্চল চৌধুরী বিপরীতে। এই প্রজেক্টে জেফার মনোযোগ কেড়েছেন দর্শকদের। 

মোস্তাফিজুর নূর ইমরান
 
অনম বিশ্বাস নির্মিত 'রঙিলা কিতাব' ওয়েব সিরিজে প্রাণবন্ত অভিনয় করে নজর কেড়েছেন মোস্তাফিজুর নুর ইমরান। হইচইয়ের এই ওয়েব সিরিজে তার অভিনয়, অ্যাকশন দৃশ্য ছিল চোখে পড়ার মতো। মোস্তাফিজুর নূর ইমরানের অভিনয় মন ছুঁয়েছে এই সিরিজে।

সারিকা সাবরিন
 
রায়হান রাফী নির্মিত 'মায়া' ওয়েব ফিল্মে একজন গৃহবধূর চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছেন সারিকা সাবরিন। এই ফিল্মে তার সাবলীল অভিনয় দর্শক বেশ পছন্দ করেছে। এই সিরিজে তার বিপরীতে ছিলেন ইমন। অভিনেত্রী হিসেবে দর্শকদের নজর কেড়েছেন সারিকা। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে 'মায়া'।

সাবিলা নূর 

শিহাব শাহীন নির্মিত হইচই থেকে আসা ওয়েব সিরিজ 'গোলাম মামুন'। এই সিরিজে একেবারে অন্যভাবে উপস্থিত হয়েছেন সাবিলা নূর। যা দর্শকদের জন্য নতুন এক অভিজ্ঞতা ছিল। 

Comments

The Daily Star  | English
Former president Hamid airport CCTV footage

The story of Hamid’s exit

Security footage obtained and analysed by The Daily Star shows that Hamid's car reached the barrier gate of the VIP terminal at 12:46am on May 8

12h ago