সুস্থ হয়ে বাসায় ফিরে নতুন গানে সাবিনা ইয়াসমিন

সাবিনা ইয়াসমিন। ছবি: সংগৃহীত

অসুস্থতা কাটিয়ে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। 

গানটির কথা লিখেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।

গানটিতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদীসহ নতুন  প্রজন্মের আরও দশজন কণ্ঠশিল্পী। 

তাদের মধ্যে আছেন-ইমরান, সিঁথি সাহা, লিজা, আতিয়া আনিসা, রাজীবসহ কয়েকজন। 

সাবিনা ইয়াসমিন দীর্ঘ এক বছরের বেশি সময় গানের বাইরে ছিলেন। 

গত ৩১ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে 'আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব' অনুষ্ঠানে গান গাইতে মঞ্চে উঠেছিলেন। 

সোয়া এক ঘণ্টা তিনি মঞ্চে সংগীত পরিবেশনের পর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

প্রাথমিক চিকিৎসা শেষে রাতে বাসায় নিয়ে যাওয়া হয় সাবিনাকে। তবে ভোরে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি।

Comments

The Daily Star  | English

BB keeps policy rate unchanged 

BB has kept its policy rate unchanged for the second half of this year

6m ago