মেলবোর্ন কনসার্ট নিয়ে নেহা কাক্করের অভিযোগ মিথ্যা, আয়োজকদের দাবি

নেহা কাক্কর । ছবি: সংগৃহীত

এ বছরের মার্চে ভারতীয় কণ্ঠশিল্পী নেহা কাক্কর একটি কনসার্ট নিয়ে খুব আলোচনায় আসেন। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ওই কনসার্ট চলাকালে কাঁদতে কাঁদতে ভক্তদের কাছে ক্ষমা চাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়।

তখন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তিনি নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর ভেন্যুতে পৌঁছান এবং দর্শকদের জানান—আয়োজন ভালো না হওয়ায় তাকে ও তার দলকে কঠিন পরিস্থিতিতে পারফর্ম করতে হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ইভেন্ট কো-অর্ডিনেটর পেস ডি ও বিক্রম সিং রন্ধাওয়া নেহার এই বক্তব্যকে মিথ্যা বলে দাবি করেছেন।

সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক সাক্ষাৎকারে র‍্যাপার ও ইভেন্ট হোস্ট পেস ডি জানান, মেলবোর্নের 'বিট প্রোডাকশন' নেহা কাক্করকে কনসার্টের জন্য আমন্ত্রণ জানায়।

তিনি বলেন, যেহেতু দুই পক্ষই ইতোমধ্যে তাদের বক্তব্য প্রকাশ করেছে, তাই তার আর চুপ থাকার কোনো কারণ নেই।

পেস ডি বলেন, তিনি নিজে ভেন্যুতে উপস্থিত ছিলেন এবং পুরো পরিস্থিতি সামনে থেকে দেখেছেন।

তিনি দাবি করেন যে, আয়োজক প্রীত পাবলার সঙ্গে তার কথা হয়েছে। প্রীত তাকে জানান, নেহা দেরি করে কনসার্টে হাজির হন এবং অনেকবার অনীহা প্রকাশ করেছিলেন—যেমন, 'আমি যাচ্ছি না', 'আমি এই কনসার্ট করব না' ইত্যাদি।

পেস ডির বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে বিক্রম সিং রন্ধাওয়া জানান, দর্শকরা আগেই উপস্থিত হন। তারা নেহাকে মঞ্চে দেখার জন্য অপেক্ষা করছিলেন। তবে নেহা কাক্কর রাত ১০টায় মঞ্চে আসেন, যা নির্ধারিত সাড়ে সাতটার দুই ঘণ্টা ত্রিশ মিনিট পরে।

তিনি বলেন, তিনি বিলম্বে করায় দর্শকরা অসন্তুষ্ট ছিলেন। কারণ অস্ট্রেলিয়ায় সময়কে অনেক গুরুত্ব দেওয়া হয়। অনেকে তাদের পরিবার নিয়ে কনসার্টে হাজির হন। কেউ কেউ টিকিটের জন্য ৩০০ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত খরচ করেছিলেন।

পেস ডি অভিযোগ করেন, 'নেহার দল নাকি জানিয়েছিল—যদি ভেন্যুতে পর্যাপ্ত দর্শক না হয়, তাহলে পারফরম্যান্স হবে না। নেহা বলেছিলেন, 'শুধু ৭০০ জন? যতক্ষণ না আরও লোক আসে ও ভেন্যুটা ভরে যাবে ততক্ষণ আমি পারফর্ম করব না।'

অন্যদিকে, নেহা কাক্কর সম্পূর্ণ ভিন্ন বক্তব্য দেন। তিনি দাবি করেন, আয়োজকরা অনুষ্ঠান ছেড়ে চলে যান এবং তাদের পাওনা পরিশোধ করেননি।

তিনি আরও অভিযোগ করেন, তার দলকে খাবার, থাকার ব্যবস্থা বা এমনকি পানিও দেওয়া হয়নি। এ ছাড়া, শো সম্পর্কিত কোনো যোগাযোগ ছিল না এবং ভেন্ডরদের পেমেন্ট না করায় সাউন্ড চেক বিলম্বিত হয়েছিল।

তবে, নেহার সব অভিযোগ অস্বীকার করে পেস ডি বলেন, কনসার্টের জন্য সব টেকনিক্যাল বিষয় আগেই ঠিক করে রাখ হয়। কারণ এটি একটি বড় কনসার্ট ছিল।

তার মতে, ওপেনিং অ্যাক্টগুলো নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং নেহাসহ সব পারফর্মারের জন্য মাইক্রোফোন ও অন্যান্য সেটআপ প্রস্তুত ছিল।

তার ভাষ্য, 'আমি ও অন্য প্রত্যক্ষদর্শীরা যা দেখেছি—তাতে নেহা কাক্করের বক্তব্য সঠিক নয়।'

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

2h ago