যতদিন বেঁচে থাকব গান গেয়ে যেতে চাই: খুরশীদ আলম

খুরশীদ আলম। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

খুরশীদ আলম এদেশের গুণী সংগীতশিল্পী। সুদীর্ঘ গানের ক্যারিয়ার তার। একজীবনে অসংখ্য গান করেছেন। তার গাওয়া বহু গান মানুষের মুখে মুখে ফেরে এখনো। প্লেব্যাকে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন তিনি সুরেলা কণ্ঠ দিয়ে। পেয়েছেন একুশে পদকও। এখনো তিনি নিয়মিত গান গাইছেন।

তার গাওয়া কয়েকটি তুমুল জনপ্রিয় গানের মধ্যে রয়েছে—চুমকি চলেছে একা পথে, যদি বউ সাজো গো, ধীরে ধীরে চল ঘোড়া, আজকে না হয় ভালোবাসো আর কোনোদিন নয়, মাগো মা ওগো মা, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, চুরি করেছ আমার মনটা... ইত্যাদি।

দ্য ডেইলি স্টারের মুখোমুখি হয়েছেন খ্যাতিমান শিল্পী খুরশীদ আলম।

তিনি বলেন, গানে গানে বহু বছর পার করলাম। এখনো গান করতে পারছি। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। স্টেজ শো ও টেলিভিশনে গান করছি। আগামী ৩০ মে মাছরাঙা টেলিভিশনে একটি লাইভ শো আছে। সেখানে গান করব।

অনেক জনপ্রিয় গান আপনি করেছেন। স্টেজে গান করার সময় দর্শকরা সেসব গান কি শুনতে চায়, জানতে চাইলে খুরশীদ আলম বলেন, চুমকি চলেছে একা পথে—শ্রোতারা এখনো এই গানটা শুনতে চায়। ধীরে ধীরে চল ঘোড়া শুনতে চায়। যদি বউ সাজো গো শুনতে চায়। আমার গাওয়া যেসব গান মানুষের মুখে মুখে ফেরে এখনো, সেসব গানই শুনতে চায় বেশি।

বহু বছর আগে গাওয়া গানগুলো মানুষ শুনতে চায়, কেমন লাগে আপনার? তিনি বলেন, ভালো লাগে। একজীবনে তো গানই করেছি। মানুষের হৃদয়ে গেঁথে যাওয়ার মতো কিছু গান আমি করেছি। মানুষের ভালোবাসা পেয়েছি। কাজেই আমার সংগীতজীবনের নানা সময় গাওয়া গানগুলো যখন মানুষ শুনতে চায়, অনুরোধে করে তখন অন্যরকম ভালো লাগে।

খুরশীদ আলম রেকর্ড সংখ্যক গান করেছেন সিনেমায়। বেতার ও স্টেজেও গান করেছেন। তার কাছে জানতে চাই স্টেজে কি অন্য শিল্পীদের গান করেন? জবাবে তিনি বলেন, করি। বশীর আহমেদের একটি গান আমার ভীষণ পছন্দের। ওটা করি। লাইনটা মনে পড়ছে না। সুবীর নন্দীর একটি গান খুব জনপ্রিয়, দিন যায় কথা থাকে, ওটাও করি। এই গানটির প্রতি অনেক দুর্বলতা কাজ করে। জানি না কতটুকু গাইতে পারি। সূর্য কন্যা সিনেমার একটি  গান আছে—চেনা চেনা লাগে তবুও অচেনা। এই গানটি খুব পছন্দের। ভালো লাগে গাইতে। গানটির গীতিকার ফজল শাহাবুদ্দিন।

নতুন শিল্পীরা কেমন গান করছে, তাদের নিয়ে আপনার মন্তব্য কী? খুরশীদ আলম বলেন, কেউ কেউ অনেক ভালো করছে। তাদের মেধা আছে। আমরা তো অনেক গুণী সুরকার, গুণী গীতিকার ও গুণী শিল্পীর সান্নিধ্য পেয়েছি।  অনেক মেধা আছে তাদের। কিন্তু প্রপার অভিভাবক প্রয়োজন।

জীবনের এই সময়ে এসে কী ধরনের স্বপ্ন দেখেন? খুরশীদ আলম বলেন, ৮০ বছর বয়সী একজন মানুষের জীবনে এখন আর কী স্বপ্ন থাকতে পারে? সুস্থ থাকতে চাই। সবার ভালোবাসা ও আশীর্বাদ চাই। যতদিন জীবিত আছি, নিজের গান গেয়ে যেতে চাই।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

5h ago