গানে নিজস্ব একটা ধারা তৈরি করেছি: পুতুল

'ক্লোজআপ ওয়ান' খ্যাত সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। গানে গানে ১৯ বছর কাটছে তার। বর্তমানে গান নিয়েই তার ব্যস্ততা।
সংগীতজীবনের নানা দিক নিয়ে পুতুল কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
পুতুল বলেন, বর্তমানে গান নিয়েই ব্যস্ত আছি। টেলিভিশন চ্যানেলে লাইভ গানের অনুষ্ঠান করার ব্যস্ততা বেড়েছে। দুই সপ্তাহে পাঁচটি টিভি চ্যানেলে গানের অনুষ্ঠান করেছি। সবগুলোই লাইভ ছিল।
লাইভ অনুষ্ঠানে কী ধরনের গান করেছেন, জানতে চাইলে তিনি বলেন, কোনো চ্যানেলে আধুনিক গান করেছি, কোনো চ্যানেলে ফোক গান। একেকটায় একেকরকম গান করেছি। লাইভ অনুষ্ঠানগুলো বেশ ভালো হয়েছে।
স্টেজ অনুষ্ঠান নিয়ে জানতে চাইলে পুতুল বলেন, এখন তো বৃষ্টি হচ্ছে। স্টেজে গান করার মৌসুম এখন না। নভেম্বর থেকে পুরোপুরি শুরু হবে। তারপরও এই সময়ে স্টেজ অনুষ্ঠান কম হচ্ছে।
তবে, স্টুডিও কেন্দ্রিক ব্যস্ততা বেড়েছে পুতুলের। অনেকগুলো গানের পরিকল্পনা করেছেন। কিছু গান মুক্তি দিয়েছেন সম্প্রতি। 'বলো প্রেমিক' নামের একটি গান কিছুদিন আগে প্রকাশ হয়েছে। এই গানের সংগীত করেছেন পুতুলের স্বামী সৈয়দ রেজা আলী।
পুতুল বলেন, মোট আটটি গানের একটা প্রজেক্ট হাতে নিয়েছি। সেখান থেকে 'দ্বিতীয় ঘুম' শিরোনামের গান কিছুদিন পর প্রকাশ হবে।

নোয়াখালীর ভাষায় ছয়টি আঞ্চলিক গান করার কাজ হাতে নিয়েছেন পুতুল। এখান থেকে ইতোমধ্যে তিনটি গান প্রকাশ হয়েছে। বাকি তিনটি শিগগিরই প্রকাশ হবে।
পুতুল বলেন, নোয়াখালীর আঞ্চলিক গানগুলো অধ্যাপক হাশেম সাহেবের গান। উনার গানগুলো নতুন করে গেয়েছি। পরবর্তীতে এই গানগুলোর মিউজিক ভিডিও করব।
আঞ্চলিক গানের সাড়া কেমন পাচ্ছেন, চানতে চাইলে এই সংগীতশিল্পী বলেন, ভালো সাড়া পাচ্ছি। সব ধরনের গানেরই শ্রোতা রয়েছেন।
এদিকে গানে গানে ১৯ বছর পার করার প্রতিক্রিয়া জানতে চাইলে পুতুল বলেন, ১৯ বছরে দুই শতাধিক মৌলিক গান করেছি। কোনোটা সিনেমার জন্য, কোনোটা নাটকের, বেতার, টেলিভিশনসহ সব মাধ্যমে গানগুলো করেছি। এটি আমার জন্য বড় পাওয়া।
'গানে একটা নিজস্ব ধারা তৈরি করেছি। নিজে সুর করি, নিজে গান লিখি। এটার নাম দিয়েছি পুতুল গান। এটাও একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু মানুষের ভালোবাসা পেয়েছি।'
গানের বাইরে পুতুল উপস্থাপনাও করেন। বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত অনেকগুলো অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। আবার, 'পুতুলঘরে আত্মকথন' নামের অনুষ্ঠানটি ১০০ পর্ব প্রচার হয়েছে।
তিনি বলেন, পুতুলঘরে আত্মকথন অনুষ্ঠানে সব অঙ্গনের বিশিষ্ট মানুষেরা অতিথি হয়ে এসেছেন। এটিও আমার ক্যারিয়ারে বড় একটি ঘটনা।
Comments