সংগীতশিল্পী ক্রিস রিয়া মারা গেছেন
প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ক্রিস্টোফার অ্যান্টন রিয়া, যিনি ক্রিস রিয়া নামে অধিক পরিচিত, ৭৪ বছর বয়সে মারা গেছেন।
রিয়ার স্ত্রী ও দুই সন্তানের মুখপাত্রের বরাতে সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, তিনি অসুস্থ হয়ে পড়লে আজ সকালে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ক্রিস রিয়ার গানের মধ্যে অন্যতম 'ড্রাইভিং হোম ফর ক্রিসমাস'। ১৯৮৬ সালে গানটি মুক্তি পাওয়ার পর থেকেই এটি শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয় হয়।
বিবিসি জানিয়েছে, প্রতি বছর ডিসেম্বরে ক্রিসমাসের সময় এই গানটি বারবার টপচার্টে ফেরে। এ বছর ক্রিসমাস চার্টেও 'ড্রাইভিং হোম ফর ক্রিসমাস' ৩০ নম্বরে পৌঁছেছে।
প্রতি বছর ক্রিসমাসে যার গান থাকে আলোচনায়, সেই রিয়া মারা গেলেন ক্রিসমাসের মাত্র ৩ দিন আগে।
তার ২৫টি একক অ্যালবাম রয়েছে। এর মধ্যে দুটি যুক্তরাজ্যের অ্যালবাম চার্টের শীর্ষে ছিল। তার গানের মধ্যে রয়েছে রোড টু হেল, অবার্জ, অন দ্য বিচ ইত্যাদি।
রিয়া ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন ইতালীয় ও মা আইরিশ। তাদের ছিল পারিবারিক আইসক্রিম ব্যবসা।
৭০ ও ৮০-এর দশকে ফুল (ইফ ইউ থিঙ্ক ইটস ওভার) এবং লেটস ডান্সের মতো গানের মাধ্যমে খ্যাতি অর্জন করেন রিয়া।
৩৩ বছর বয়সে অগ্ন্যাশয়ের ক্যানসার ধরা পড়লে রিয়ার সঙ্গীত জীবন থমকে যায়। তিনি টাইপ-১ ডায়াবেটিসেও আক্রান্ত ছিলেন এবং তার কিডনির সমস্যা ছিল। ২০১৬ সালে তার স্ট্রোক হয়।
এক সাক্ষাৎকারে নিজের অসুস্থতার কথা উল্লেখ করে রিয়া বলেছিলেন, তিনি 'মৃত্যুর ভয় পান না'।
রিয়ার মৃত্যুর খবরে তার ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই গায়ককে শ্রদ্ধা জানাচ্ছেন।


Comments