পূজার ছুটিতে তারকারা কে কোথায়

চঞ্চল চৌধুরী, অপু বিশ্বাস, অরুণা বিশ্বাস ও বিদ্যা সিনহা মিম। ছবি: স্টার

বছর ঘুরে আবার এলো শারদীয় দুর্গাপূজা। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পূজা মানেই বিশেষ কিছু। এ উৎসবকে ঘিরে নানা পরিকল্পনা করেন তারা। শোবিজ তারকারাও পূজার ছুটিটা কাটান নিজের মতো করে। কেউ ঘুরতে যান, কেউ সময় কাটান পরিবারের সঙ্গে।

চঞ্চল চৌধুরী, অপু বিশ্বাস,অরুণা বিশ্বাস এবং বিদ্যা সিনহা মিম জানিয়েছেন এবারের পূজা ঘিরে তাদের পরিকল্পনার কথা।

পূজার ছুটি মানেই গ্রামের বাড়ি: চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী। ছবি: স্টার

প্রতি বছর দুর্গাপূজার সময়ে ছুটি নিই অভিনয় থেকে। কয়েকটি দিন পরিবারের সঙ্গে কাটাই। এটা অনেকদিন ধরে করে আসছি। সারা বছর প্রচণ্ড ব্যস্ততা যায়। সেজন্য পূজায় বড় ছুটি নিই। এবারও তাই করব। পাবনায় আমার গ্রামের বাড়ি। পরিকল্পনা করেছি ৫/৬ দিন থাকব। আমরা ভাইবোনরা বিভিন্ন জায়গায় থাকি। পূজা উপলক্ষে বাড়িতে আগমন ঘটে সবার। এটা যে কতটা আনন্দের, কতটা ভালোলাগার! পূজার জন্যই সবাই মিলিত হতে পারি।

তা ছাড়া, মা-বাবা আছেন গ্রামের বাড়িতে। যতদিন মা-বাবা বেঁচে আছেন, ততদিন পূজায় বাড়ি যাওয়া হবেই। পারিবারিক বন্ধনটা ভীষণ ভালো লাগে। পূজার ছুটিতে গ্রামের এবং আশপাশের নানা প্রান্ত থেকে মানুষ আসেন। তাদের সঙ্গে গল্প করি, দারুণ সময় কাটে। দূর থেকে আত্মীয়রা আসেন। তাদের সাথে দেখা হয় অনেকদিন পর পর। এটাও তো বিরাট ভালোলাগার মতো ব্যাপার। সব মিলিয়ে পূজা আমার জীবনে অন্যরকম আনন্দ নিয়ে আসে। তাই তো পূজার ছুটি মানেই গ্রামের বাড়িতে যাওয়া হয়।

পূজায় মাকে মিস করব খুব: অপু বিশ্বাস

অপু বিশ্বাস। ছবি: স্টার

এবারের পূজার ছুটিতে ভারতের কলকাতায় থাকব। বেশ কিছুদিন থাকব সেখানে। ছেলে জয় সঙ্গে থাকবে। জয়ের স্কুল ছুটি, তাই কয়েকটি দিন অবসরে কাটবে। পূজার কয়েকটি দিন কলকাতায় কাটালেও মনটা দেশে পড়ে থাকবে। পূজায় মাকে মিস করব খুব। ভাবতেই কষ্ট লাগে মা নেই। পূজা মানেই মা-মেয়ে মিলে কত কী করতাম। এখন সেসব কেবলই স্মৃতি। মাকে সবসময়ই মিস করি। কিন্ত পূজায় বেশি মনে পড়ে।

পূজায় দেশে আমার অভিনীত ঈশা খাঁ সিনেমা মুক্তি পাচ্ছে। এজন্য ভালোলাগা কাজ করছে। আমার ভক্তদের বলব, প্রেক্ষাগৃহে গিয়ে আপনারা নতুন সিনেমাটি দেখুন। বাংলা সিনেমার পাশেই থাকুন। সব ভক্তদের জন্য রইল শারদীয় পূজার শুভেচ্ছা। সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক।

একদিনের জন্য ভারতেশ্বরী হোমসে যাব: অরুণা বিশ্বাস

অরুণা বিশ্বাস। ছবি: স্টার

কয়েক বছর পর পর চেষ্টা করি পূজার ছুটিতে মির্জাপুরে ভারতেশ্বরী হোমসে যিাওয়ার জন্য। এবার পরিকল্পনা করে ফেলেছি। এক মাস আগেই এই পরিকল্পনা করেছি। একদিনের জন্য যাব। সকালে গিয়ে রাতে ফিরে আসব। ভারতেশ্বরী হোমসে পড়ালেখা করেছি আমি। সেজন্য ওখানে অসংখ্য বন্ধু আছে। নানা জায়গায় থাকে স্কুলজীবনের বন্ধুরা।

পূজার সময় অনেকেই আসে, দারুণ একটা মিলনমেলা হয়। এ ছাড়া, আমার ভাই মিঠু আসবে কানাডা থেকে। মিঠুকে নিয়ে পূজার ছুটিতে ঘুরে বেড়াব। বাসায় আড্ডা দেবো। বাড়তি আনন্দ কাজ করছে ভাই আসছে বলে। সত্যি কথা বলতে পূজা মানেই আনন্দ। এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক।

বিয়ের পর প্রথম পূজা, তাই স্পেশাল: বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম। ছবি: স্টার

শারদীয় দুর্গাপূজা মানেই বেশি খুশি ‍কাজ করে আমার ভেতর। পূজায় নতুন পোশাকের ব্যাপারটি এখনও আছে।পূজায় ঘুরে বেড়ানো, মজাদার খাবার খাওয়া সে তো আছেই। কিন্ত আমার জীবনে এবং আমার অভিনয় ক্যারিয়ারে এবারের পূজা একটু ভিন্ন। এবারের পূজা আমার কাছে স্পেশাল।

বিয়ের পর এবার প্রথম পূজা পাচ্ছি। অনেক পরিকল্পনা পূজাকে ঘিরে। ইচ্ছে আছে স্বামীকে নিয়ে শ্বশুরবাড়ি যাব। দেশের বাইরেও যেতে পারি। অনেক ঘুরব। পূজা উপলক্ষে সবাইকে শুভ্র কাশফুলের শুভেচ্ছা। সব জায়গায় শান্তি বিরাজ করুক। সবাই ভালো থাকুন। ভক্তদের বলব,উৎসব সবার জন্য। এই উৎসবের আমেজ সবখানে ছড়িয়ে পড়ুক।

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

22h ago