সিনেমার জন্য নতুন লুকে অপু বিশ্বাস

অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

সাময়িক বিরতি নিয়ে নতুন করে দুটি সিনেমার ফিরছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেই কারণে ওজন কমিয়ে নতুন লুকে হাজির হবেন তিনি।

অপু বিশ্বাস অভিনীত নতুন একটি সিনেমা পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। অন্যটির পরিচালক এখনো ঠিক হয়নি। তবে, দুটি সিনেমাতেই তার নায়ক হিসেবে থাকার কথা আদর আজাদের।

আগামী মাস থেকে সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, 'নতুন সিনেমার কাজে ফেরার জন্য প্রস্তুত আমি। তবে কোন নায়কের সঙ্গে কিংবা কার বিপরীতে ফিরছি, সেটা আপাতত বলছি না।'

তিনি বলেন, 'সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বিস্তারিত। তবে নতুন করে ফেরা খুব জমজমাট হবে।'

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত 'লাল শাড়ি' অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ সিনেমা। তারপর আর নতুম কোনো সিনেমায় তাকে দেখা যায়নি।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago