এই ভালোবাসাই আমার শক্তি: শাকিব খান

নায়ক শাকিব খান। ছবি: সংগৃহীত
নায়ক শাকিব খান। ছবি: সংগৃহীত

গতকাল সন্ধ্যায় ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ এক সংগীত ও সাংস্কৃতিক উৎসব। সে অনুষ্ঠান মাতালেন দেশের শীর্ষ ও জনপ্রিয় নায়ক শাকিব খান।

গতকাল শনিবার রাতে মাস্কাট অ্যারেনায় 'মাস্কাট বিটস' অনুষ্ঠানে চমক হিসেবে ছিলেন তিনি। প্রায় ২০ হাজার দর্শক এই কনসার্টে অংশ নেন।

শাকিব খান দ্য ডেইলি স্টারকে মুঠোফোনে বলেন, 'গতকাল সন্ধ্যায়  দারুন এক অনুষ্ঠানে অংশ নিলাম। এ আয়োজনে সৌদি আরব, ভারত ও পাকিস্তানের শীর্ষ শিল্পীরা অংশ নিয়েছে। আয়োজকরা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তাদের জন্য ভালোবাসা। এখানকার মানুষের ভালোবাসা পেয়ে অভিভুত হয়ে গেছি। এই ভালোবাসাই আমার শক্তি। তাদের এই ভালোবাসা আমাকে বড় বড় স্বপ্ন দেখতে সাহস দেয়।'

শাকিব খান
নায়ক শাকিব খান। ছবি: সংগৃহীত

এই অনুষ্ঠানটি গত ২ মার্চ থেকে শুরু হয়েছে। ৫ দিনব্যাপী এই উৎসবে ওমানের শিল্পীরা ছাড়াও সৌদি আরব, ভারত ও পাকিস্তানের কিংবদন্তী শিল্পীরা অংশ নিচ্ছেন। নায়ক হিসেবে বাংলাদেশ থেকে একমাত্র শাকিব খানই সেখানে আমন্ত্রণ পেয়েছেন।

এছাড়াও, বাংলাদেশ থেকে গান গাওয়ার আমন্ত্রণ পেয়েছেন ইমরান, আঁখি আলমগীর ও ন্যান্সি।

 

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

7h ago