শাকিব খানের ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের 'সোলজার' সিনেমার শুটিং শুরু হয়েছে।
আজ রোববার বিকেল থেকে সিনেমাটির শুরু হয়। সিনেমা সংশ্লিষ্ট একাধিক শিল্পী এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশপ্রেম, অ্যাকশন ও মানবিক আবেগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে 'সোলজার'।
এই সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন তানজিন তিশা। তিনি আগামী কয়েকদিনের মধ্যে শুটিংয়ে যোগ দেবেন বলে জানা গেছে।
এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করছেন—তারিক আনাম খান, তৌকির আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকে।
শাকিব খানের সর্বশেষ সিনেমা 'তাণ্ডব' মুক্তি পেয়েছিল কোরবানির ঈদে।
Comments