২২ বছর পর একসঙ্গে আফজাল হোসেন-আফসানা মিমি

আফজাল হোসেন ও আফসানা মিমি। ছবি: সংগৃহীত

চিরসবুজ নায়ক আফজাল হোসেন এবং ৯০ দশকের সাড়া জাগানো অভিনেত্রী আফসানা মিমি দীর্ঘ ২২ বছর পর একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। আসছে ঈদের জন্য নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান। নাট্যকার ফারিয়া হোসেন।

২২ বছর আগে দুজনে অভিনয় করেছিলেন 'ভোকাট্টা' নামের একটি নাটকে। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালনা করেছিলেন নাটকটি।

এবারের নাটকটির নাম 'মহাকালের ঠিক মাঝখানে'। এই ঈদে নাটকটি প্রচার হবে চ্যানেল আইতে।

নাট্য পরিচালক আরিফ খান বলেন, 'দুজনেই আমার খুব পছন্দের মানুষ এবং পছন্দের শিল্পী। এত বছর পর দুই শিল্পী একসঙ্গে অভিনয় করেছেন, নিশ্চয়ই দর্শকরা সাদরে গ্রহণ করবেন। আমার প্রত্যাশাও অনেক বেশি।'

আফজাল হোসেন বলেন, 'মহাকালের ঠিক মাঝখানে নাটকের গল্পটা একটু অন্যরকম, একটু আলাদা। সেজন্য অভিনয় করেও ভালো লেগেছে। তাছাড়া মিমির সঙ্গে এত বছর পর অভিনয় করেছি এটাও অনেক আনন্দের।'

আফসানা মিমি বলেন, 'সেই কবে দুজনে অভিনয় করেছিলাম। মাঝখানে এত বছর কেটে গেছে! নতুন এই নাটকের গল্পটা আসলেই সুন্দর।'

মহাকালের ঠিক মাঝখানে নাটকে আফজাল হোসেন ও আফসানা মিমিকে দেখা যাকে স্বামী-স্ত্রীর ভূমিকায়। এই নাটকে আরও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর,নাবিলা ইসলাম,রাকিব হাসান বাপ্পি।

Comments

The Daily Star  | English
Dhaka air turns unhealthy even before dry season

Dhaka air turns unhealthy even before dry season

With the dry season approaching, Dhaka city’s air quality has once again slipped to an unhealthy level, underscoring the inadequacy of the limited measures taken by the authorities to curb air pollution.

11h ago