মালদ্বীপে হানিমুন শেষে অস্ট্রেলিয়ায় ফারিণ

মালদ্বীপে হানিমুন শেষে অস্ট্রেলিয়ায় ফারিণ
ফারিণের ইনস্ট্রাগ্রাম থেকে নেওয়া ছবি

জনপ্রিয় অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ মালদ্বীপে ৪ দিনের মধুমন্দ্রিমা শেষে গতকাল রাতে অস্ট্রেলিয়া উড়াল দিয়েছেন। ফারিণের শুটিংয়ের ব্যস্ততা ও স্বামী শেখ রেজওয়ান রাফিদের যুক্তরাষ্ট্রে ফেরার কারণে দ্রুত হানিমুন পর্ব শেষ করতে হয়েছে তাকে।

তাসনিয়া ফারিণ বলেন, 'অস্ট্রেলিয়ায় শিহাব শাহীন পরিচালিত ২টি ওয়েব ফিল্মের শুটিং হবে। আগেই শিডিউল দেওয়া ছিল। পরিচালক সেখানে আছেন। তাই মধুচন্দ্রিমা কিছুটা সংক্ষিপ্ত করে সেখানে যেতে হচ্ছে। চলতি মাসের পুরো শুটিং হবে সেখানে। দেশে ফেরার পরও আমার শুটিংয়ের ব্যস্ততা আছে।'

ফারিণের ইনস্ট্রাগ্রাম থেকে নেওয়া ছবি

দীর্ঘ ৮ বছর প্রেমের পর গত ১১ আগস্ট বিয়ে করেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বিয়ের আনুষ্ঠানিকতার পর স্বামী শেখ রেজওয়ান রাফিদের সঙ্গে ১৩ আগস্ট মালদ্বীপে যান তিনি।

তাসনিয়া ফারিণ অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে- 'লেডিজ অ্যান্ড জেন্টলম্যান', 'কারাগার'। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে কলকাতার সিনেমা 'আরও এক পৃথিবী' দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় তার। ২০১৭ সালে 'আমরা আবার ফিরবো' নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় ফারিণের। 

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

29m ago