‘শাকিব সপ্তাহ’ ৭ দিনে ৭ বাংলা সিনেমা

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত সাতটি সিনেমা নিয়ে 'শাকিব সপ্তাহ' আয়োজন করেছে দীপ্ত টিভি।

আগামী ৬ জুলাই থেকে ১২ জুলাই প্রতিদিন দুপুর ২টায় শাকিব খান অভিনীত সাতটি বাংলা সিনেমা প্রচার করবে এই টেলিভিশন চ্যানেল। ঈদ ছাড়া এমন আয়োজন সাধারণত দেখা যায় না।

এই আয়োজনে ৬ জুলাই শনিবার প্রথমদিন প্রচারিত হবে কাজী হায়াৎ পরিচালিত সিনেমা 'বীর'। সিনেমাটির মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলি।

৭ জুলাই রোববার প্রচারিত হবে জাকির হোসেন রাজু পরিচালিত বাংলা সিনেমা 'ভালোবাসলেই ঘর বাঁধা যায় না'। ত্রিভুজ প্রেমের সিনেমাটিতে  অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, রুমানা খান, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, আলী রাজ, মিশা সওদাগর প্রমুখ।

৮ জুলাই সোমবার প্রভারিত হবে আজাদী হাসনাত ফিরোজ পরিচালিত বাংলা সিনেমা 'তুমি আমার মনের মানুষ'। রোমান্টিক এই সিনেমায়  অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, উজ্জ্বল, মিশা সওদাগরসহ অনেকে।

৯ জুলাই মঙ্গলবার প্রচারিত হবে শাহীন সুমনের পরিচালিত বাংলা সিনেমা 'মন যেখানে হৃদয় সেখানে'। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস। পাশাপাশি অভিনয় করেছেন নিরব, রত্না কবির সুইটি, ববিতা, অরুণা বিশ্বাস ও মিশা সওদাগরসহ অনেকে।

১০ জুলাই বুধবার প্রচারিত হবে এনায়েত করিমের পরিচালিত বাংলা সিনেমা 'বাহাদুর সন্তান'। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, একা।

১১ জুলাই বৃহস্পতিবার থাকছে এফ আই মানিক পরিচালিত বাংলা সিনেমা 'মায়ের হাতে বেহেস্তের চাবি'। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, ওমর সানীসহ অনেকে।

১২ জুলাই শুক্রবার প্রচারিত হবে জাকির হোসেন সীমান্ত ও জয়দীপ মুখার্জী পরিচালিত বাংলা সিনেমা 'শিকারি'। সিনেমাটির প্রধান চরিত্রে আছেন শাকিব খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং সব্যসাচী চক্রবর্তী। এছাড়া আরও অভিনয় করেছেন অমিত হাসান, খরাজ মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত এবং রাহুল দেবসহ অনেকে।

Comments

The Daily Star  | English

Parties agree to referendum on July Charter

If the referendum is held on election day, voters will cast a separate ballot to answer "Yes" or "No" on whether they support the charter.

9h ago