ইয়াশ রোহান-তটিনী জুটির নতুন নাটক

নাটক
নাটকে ইয়াশ রোহান ও তটিনী। ছবি: সংগৃহীত

নতুন একটি নাটকে জুটি হয়ে দর্শকদের সামনে এলেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। এর নাম রাখা হয়েছে 'কখনো মেঘ কখনো বৃষ্টি'।

নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। আজ ১৪ ডিসেম্বর সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি।

মধ্যবিত্ত পরিবারের ছেলে অয়ন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। বেকার হওয়ার কারণে ভাই-ভাবির খোঁচা হজম করতে হয় তাকে। বাবা-মা নিরুপায়। অন্যদিকে তমা চরিত্রে আছেন তটিনী। তার মা নিজের এক আত্মীয়ের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে চান। বিপত্নীক ছেলের দুই সন্তান আছে। এটা জানতে পেরে ঘর থেকে পালিয়ে যান তমা। তারপর আগায় কাহিনী।

নাটকটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, সমু চৌধুরী, এমএনইউ রাজু, দিশা, রিমু রোজা খন্দকার, মিজু ইনজাম, রিপন।

'কখনো মেঘ কখনো বৃষ্টি' নাটকের জন্য নতুন একটি গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। 'তোমার চুলে' শিরোনামের গানটি লিখেছেন জনি হক। আজ ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে প্রকাশিত হয়েছে এর মিউজিক ভিডিও।

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

53m ago