চলে গেলেন তবলার জাদুকর ওস্তাদ জাকির হোসেন

পাটনায় তবলা পরিবেশন করছেন ওস্তাদ জাকির হোসেন। ফাইল ছবি: রয়টার্স (২০০৮)
পাটনায় তবলা পরিবেশন করছেন ওস্তাদ জাকির হোসেন। ফাইল ছবি: রয়টার্স (২০০৮)

যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ভারতের কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন। 

রোববার রাতে তার মৃত্যু নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। কিন্তু ওস্তাদ জাকিরের পরিবারের বরাত দিয়ে বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ফুসফুসের রোগে ভুগতে থাকা এই কিংবদন্তি সংগীত শিল্পী। 

পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে উচ্চ-রক্তচাপের সমস্যায় ভুগছিলেন ওস্তাদ জাকির। তার হৃদযন্ত্রেও সমস্যা দেখা দেয়। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতাল থেকে তিনি আর ফিরলেন না।

ওস্তাদ জাকির হোসেনের জন্ম ১৯৫১ সালে, মুম্বাইয়ে। তার বাবা আল্লারাখাও অসাধারণ তবলাবাদক ছিলেন।

তিন বছর বয়সে প্রথম তবলা বাজানো শুরু করেন ওস্তাদ জাকির হোসেন। সাত বছর বয়সে থেকে আসরে বাজানো শুরু করেন।

রবি শঙ্কর, আমজাদ আলি খান, জর্জ হ্যারিসনদের সঙ্গে বাজিয়েছেন তিনি। রবি শঙ্কর বা ওস্তাদ আমজাদ আলি খান বাজাচ্ছেন, আর ওস্তাদ জাকির হোসেন তবলায় সঙ্গত করছেন, এই ছবি এখনো অনেকের মনে অম্লান। তবলার বোলে তিনি মন্ত্রমুগ্ধ করে রাখতে পারতেন শ্রোতাদের।

সারা বিশ্বজুড়ে শ্রোতাদের ভালোবাসা ও শ্রদ্ধা পেয়েছেন তিনি। সেই সঙ্গে পেয়েছেন অসংখ্য পুরস্কার। ভারত সরকারও তাকে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মান দিয়েছে।

তার ব্যান্ড শক্তির অ্যালবাম 'দিস মোমেন্টস' এবছর শ্রেষ্ঠ বৈশ্বিক অ্যালবাম বিভাগে গ্র্যামি পুরস্কার পায়।

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

16h ago