মারা গেছেন প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাতনি তাতিয়ানা
প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাতনি তাতিয়ানা শ্লসবার্গ (৩৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ বুধবার তাতিয়ানার পরিবারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।
জন এফ কেনেডি প্রেসিডেনশিয়াল লাইব্রেরি অ্যান্ড মিউজিয়ামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে পরিবারের পক্ষ থেকে লেখা হয়, 'আমাদের প্রিয় তাতিয়ানা আজ সকালে চলে গেছেন। তিনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।'
তাতিয়ানা শ্লসবার্গ নিউইয়র্ক টাইমসের বিজ্ঞান ও জলবায়ু প্রতিবেদক হিসেবে কাজ করতেন।
তিনি নভেম্বরে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ায় আক্রান্ত হওয়া ও তার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে একটি আবেগঘন লেখা লেখেন। এটি নিউইয়র্কারে প্রকাশিত হয়।
২০২৪ সালের মে মাসে দ্বিতীয় সন্তান জন্ম নেওয়ার পর ডাক্তাররা তার রক্তে অস্বাভাবিক মাত্রার শ্বেত কণিকা চিহ্নিত করেন। সে সময় তার এই রোগে আক্রান্তের বিষয়টি প্রকাশ্যে আসে।
তাতিয়ানা লেখেন, 'ডাক্তাররা আমাকে জানান, তারা হয়তো খুব বেশি হলে আমাকে এক বছর বাঁচিয়ে রাখতে পারবেন। এ কথা শুনে শুরুতেই আমার সন্তানদের কথা মনে আসে। তারা আমার চোখের মণি। আমি উদ্বিগ্ন হই। এমনও হতে পারে যে তারা হয়তো আমাকে মনেও রাখবে না।'
তিনি তার অপেক্ষাকৃত বেশি পরিচিত চাচাতো ভাই রবার্ট এফ কেনেডি জুনিয়রের কড়া সমালোচক ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনে রবার্ট কেনেডি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেশ কিছু বিতর্কিত উদ্যোগ নিয়েছেন। এসব উদ্যোগের মধ্যে আছে চিকিৎসা গবেষণার অর্থায়ন ও টিকার সরবরাহ কমানো।
দ্য আটলান্টিক ও ভ্যানিটি ফেয়ারের মতো স্বনামধন্য সংবাদমাধ্যমে নিয়মিত লিখতেন তিনি। ২০১৯ সালে তিনি 'ইনকনস্পিকিউয়াস কনজাম্পশান: দ্য এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট ইউ ডোন্ট নো ইউ হ্যাভ' নামের বই প্রকাশ করে একাধিক পুরষ্কার জেতেন।
সাবেক মার্কিন কূটনীতিক ক্যারোলাইন কেনেডি এবং নকশাকার ও শিল্পী এডউইন শ্লসবার্গের দ্বিতীয় সন্তান তাতিয়ানা।
ক্যারোলাইন কেনেডি যুক্তরাষ্ট্রের প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির মেয়ে।
মৃত্যুকালে তিনি চিকিৎসক স্বামী জর্জ মোরান ও দুই সন্তান রেখে গেছেন।

Comments